গত কয়েকদিন ধরে মিডিয়াতে গুঞ্জন ছিল অবসর নিচ্ছেন লি না। এবার মিডিয়ার গুঞ্জনটা সত্যি প্রমাণিত করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ‘চিঠি’ লিখে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন দুটি গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন লি না।
২০১১-তে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়ে এশিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্লাম জেতার নজির গড়েছিলেন লি না। কিন্তু দীর্ঘদিন ধরেই হাঁটুর চোটে ভুগছিলেন তিনি।
গত জুলাই মাসে উইম্বলডনের তৃতীয় রাউন্ড থেকে ছিটকে যাওয়ার পর আর কোন ম্যাচ খেলেননি লি না। শেষ পর্যন্ত তাই টেনিসকে বিদায় জানালেন এই চীনা তারকা।