সৌরভের পছন্দ রহমনিয়ার বিরিয়ানি, আর ধোনির হায়দরাবাদি! আর পছন্দের সেই হায়দরাবাদি বিরিয়ানি না পেয়ে টিম হোটেল ছাড়লেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷
চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা ভাল হয়নি সিএসকে-র৷ বুধবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইটরাইডার্সের কাছে হেরেছে চেন্নাই সুপার কিংস৷ নাইটদের বিরুদ্ধে মাঠে নামার আগেই পছন্দের বিরিয়ানি না পেয়ে টিম হোটেল ছেড়ে অন্য পাঁচতাঁরা হোটেলে চলে যায় ধোনি বাহিনী৷
ঘটনার সূত্রপাত, কলকাতা-চেন্নাই ম্যাচের আগের দিন৷ ভারতীয় ওয়ান ডে এবং মুম্বই ইন্ডিয়ান্সের হায়দরাবাদি ক্রিকেটার অম্বাতি রায়ডুর বাড়ি থেকে বিরিয়ানি আনিয়েছিলেন চেন্নাই অধিনায়ক ধোনি৷ পাঁচ তাঁরা হোটেলের লাউঞ্জে বসে টিমের সবাই এক সঙ্গে খেতে চেয়েছিলেন ধোনিরা৷ কিন্তু, বাইরের খাবার লাউঞ্জে নিয়ে যাওয়ার নিয়ম না থাকায় ধোনিদের অনুমতি দেয়নি হোটেল কর্তৃপক্ষ৷ সেই রাগেই পুরো দলকে নিয়ে হোটেল ছেড়ে পাশের হোটেল ওঠে টিম ধোনি৷ শুধু তাই নয়, নির্বাসিত বোর্ড প্রেসিডেন্ট নারায়ণস্বামী শ্রীনিবাসনের অঙুলি হিলনে বোর্ড কর্তারাও হোটেল ছেড়ে ধোনিদের সঙ্গে তাজ কৃষ্ণায় ওঠেন৷ শ্রীনিও গ্র্যান্ড কাকাতিয়া হোটেলের বুকিং বাতিল করে দেন৷ চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য গ্র্যান্ড কাকাতিয়ায় ১৮০টি রুম বুকিং ছিল টিম চেন্নাইয়ের৷