'একজন পেশাদার টেনিস প্লেয়ার হিসেবে ফিল্ড ছাড়ার সিদ্ধান্তটাই আমার জন্য উপযুক্ত হয়েছে। আমার স্বপ্ন পূরণ হয়েছে টেনিস কোর্টে। স্বপ্নকেও ছাড়িয়ে গেছি আমি।' টেনিস কোর্টকে বিদায় জানানোর সময় এমনটাই বললেন চীনা তারকা লি না। ফ্রেঞ্চ ও অস্ট্রেলিয়া ওপেনজয়ী লি না গতকাল চীনা শহর উহ্যানে অবসরের ঘোষণা দেন। এশিয়ার প্রথম টেনিস তারকা হিসেবে তিনি গ্র্যান্ডস্লাম শিরোপা জয়ের গৌরব অর্জন করেছেন।
২০১১ সালে অস্ট্রেলিয়া ওপেনে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ডস্লাম এককের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন লি না। সেবার কিম ক্লাইস্টার্সের কাছে ৬-৩, ৩-৬, ৬-৩ গেমে হেরে গিয়েছিলেন তিনি। তবে একই বছর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ইতালির ফ্রান্সেসকা শিয়াভোনকে ৬-৪, ৭-৬ (৭/০) গেমে হারিয়ে প্রথম এশিয়ান হিসেবে গ্র্যান্ডস্লাম শিরোপা জয় করেন লি না। ২০১৩ সালে অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে আবারও হেরে যান তিনি। এবার বেলারুশ তরুণী আজারেঙ্কার কাছে পরাজয় স্বীকার করেন ৬-৪, ৪-৬, ৬-৪ গেমে। তবে চলতি বছর সেই অস্ট্রেলিয়া ওপেনেই ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম শিরোপা জিতেন লি না। ক্যারিয়ারে সব মিলিয়ে এককের ৯টি শিরোপা জিতেছেন এই চীনা তারকা।
বছরের প্রথম দিকে অস্ট্রেলিয়া ওপেন জয় করার পর থেকেই ইনজুরিতে আক্রান্ত লি না। এই ইনজুরিই তাকে অবসরে যেতে বাধ্য করল। লি না অবসর নেওয়ার সময় বলেছেন, 'আমার শরীর আমার কাছে ভিক্ষা চাইছিল বিশ্রাম দেওয়ার জন্য। আমি তাই করেছি।' লি না ইনজুরির কারণে অবসরে গেলেও অনেক তারকার কাছেই এটা মেনে নেওয়ার মতো সিদ্ধান্ত ছিল না। জাপানি তারকা নিশিকুরি বলেছেন, 'এটা সত্যিই আমার জন্য কষ্টকর। প্রতিটি এশিয়ানের জন্যই। তিনি এশিয়ান টেনিসের জন্য অনেক কিছুই করেছেন।' লি নার অবসরে যাওয়ার দিনটিকে টেনিসের জন্য 'খারাপ দিন' বলে অভিহিত করেছেন সুইস কিংবদন্তি মার্টিনা হিঙ্গিস। তিনি বলেন, 'লি নার সঙ্গে আমার অনেক সুখস্মৃতি আছে। তার বিদায়ের দিনটা সত্যিই টেনিসের জন্য খারাপ দিন হয়ে থাকল। বিশেষ করে চীনাদের জন্য।' ২০০৭ সালে অস্ট্রেলিয়া ওপেনের চতুর্থ রাউন্ডে হিঙ্গিসের কাছে হেরেই বিদায় নিয়েছিলেন লি না। চীনা তারকার বিদায়ে কষ্ট পেয়েছেন ড্যানিশ তরুণী ক্যারোলিন উজনিয়াকিও। তিনি বলেছেন, 'কোর্টে এবং কোর্টের বাইরে লি না ছিলেন আমার জন্য অনুপ্রেরণা। তার অভাব লকার রুমে খুব বেশি অনুভব করব।' কিছুদিনের মধ্যেই লি নার নিজের শহর উহ্যানে শুরু হবে ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপ (র্যাঙ্কিংয়ে শীর্ষ আটের লড়াই)। ছয় নম্বরে থাকায় লি নারও এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল। টুর্নামেন্ট শুরুর আগে তিনি অবসরই নিয়ে নিলেন!