ব্যর্থতার বৃত্ত কোনোভাবেই ভাঙতেই পারছে না বাংলাদেশ। টেস্ট, ওয়ানডে ও টি-২০ ক্রিকেটের ব্যর্থতার গোলক ধাঁধায় ঘুরপাক খাচ্ছেন মুশফিকুর রহিমরা। দলের সঙ্গে সঙ্গে ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে পারছেন না বেশ কয়েকজন টাইগার ক্রিকেটারও। তাদের মধ্যে অন্যতম নাসির হোসেন। তালিকায় রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদও। বাজে পারফরম্যান্সের জন্য আগামী অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে দর্শক হয়ে খেলা দেখতে হতে পারে নাসির হোসেনকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দু-দুটি হাফ সেঞ্চুরি করলেও লাইফলাইন নিয়ে যদিও বেঁচে আছেন মাহমুদুল্লাহ। তারপরও সংশয় থেকেই যাচ্ছে।
মাহমুদুল্লাহর সুযোগ পাওয়া নিয়ে অনেক গল্প চালু ক্রিকেটপাড়ায়। অধিনায়ক মুশফিকুর রহিমের ‘ভায়রা-ভাই’; এটাই ক্রিকেটার (!) মাহমুদুল্লাহর সবচেয়ে বড় পরিচয় এখন। ওয়ানডে সিরিজে ব্যর্থ হওয়ার পর টেস্ট সিরিজে খুঁজে পান নিজেকে। এই খুঁজে পাওয়াই হয়তো তাকে এ যাত্রায় বাঁচিয়ে দেবে। কিন্তু ওয়ানডে সিরিজে খেলা নিয়ে সংশয় রয়েছে তার। তবে জিম্বাবুয়ে সিরিজে যে ঝরে যাচ্ছেন নাসির-মোটামুটি নিশ্চিত। আজ সকালে এমন আগাম দুঃসংবাদকে সঙ্গী করেই ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরছেন নাসির। লজ্জাজনক এক সফর শেষে দেশে ফিরছেন মুশফিকুর রহিমরাও।
টেস্ট ও ওয়ানডেতে অভিষেকের পর থেকেই দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ নাসির। ৬-৭ নম্বরে ব্যাট করে বাঁচিয়েছেন অনেক ম্যাচ। উপহারও দিয়েছেন জয়। কিন্তু এখন রান করতেই ভুলে গেছেন ২২ বছর বয়স্ক নাসির। ২০১৩ সালের এপ্রিলের পর তার ব্যাট থেকে বেরোয়নি কোনো হাফ সেঞ্চুরি। ২০১৩ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন নাসির। পরের ইনিংসগুলো ৪৬, ১৯, ৪, ২৯, ৪২, ২, ১৯, ১ ও ২। সর্বশেষ চারটি ইনিংস আবার ওয়েস্ট ইন্ডিজ সফরে। শুধু টেস্ট নয়, ওয়ানডে সিরিজেও তার ব্যাটিং পারফরম্যান্স যাচ্ছেতাই। ক্যারিবীয় সফরে তার ব্যাট থেকে বেরিয়েছে ২৬, ০৬ ও ২৬ রানের ইনিংস। ওয়ানডেতে সর্বশেষ হাফ সেঞ্চুরি এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ মে ২০১৩ সালে। পরের ম্যাচগুলোর সর্বোচ্চ ইনিংস ৪৪*। স্কোরগুলো ২৬, ৬, ২৬, ৫, ২২, ৩০, ৪১, ৩৮, ২২, ৪৪*, ৩০ ও ১। রান করতে ভুলে যাওয়া নাসিরকে সতীর্থরা আদর করে ডাকতেন ‘দ্য ফিনিশার’। অনেকেই তার মাঝে অস্ট্রেলিয়ার গ্রেট ওয়ানডে ব্যাটসম্যান মাইকেল বেভানের ছায়া খুঁজে পেতেন। কিন্তু এখন? দলে টিকে থাকার চিন্তাতেই সময় পার করতে হবে ১৬ টেস্ট ও ৪১ ওয়ানডে খেলা নাসিরকে।
শিরোনাম
- আইপিএলে অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা
- দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ
- এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করে এমবাপ্পের নতুন রেকর্ড
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- 'রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো'
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
ব্যর্থতার গোলকধাঁধায় নাসির
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর