ব্যর্থতার বৃত্ত কোনোভাবেই ভাঙতেই পারছে না বাংলাদেশ। টেস্ট, ওয়ানডে ও টি-২০ ক্রিকেটের ব্যর্থতার গোলক ধাঁধায় ঘুরপাক খাচ্ছেন মুশফিকুর রহিমরা। দলের সঙ্গে সঙ্গে ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে পারছেন না বেশ কয়েকজন টাইগার ক্রিকেটারও। তাদের মধ্যে অন্যতম নাসির হোসেন। তালিকায় রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদও। বাজে পারফরম্যান্সের জন্য আগামী অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে দর্শক হয়ে খেলা দেখতে হতে পারে নাসির হোসেনকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দু-দুটি হাফ সেঞ্চুরি করলেও লাইফলাইন নিয়ে যদিও বেঁচে আছেন মাহমুদুল্লাহ। তারপরও সংশয় থেকেই যাচ্ছে।
মাহমুদুল্লাহর সুযোগ পাওয়া নিয়ে অনেক গল্প চালু ক্রিকেটপাড়ায়। অধিনায়ক মুশফিকুর রহিমের ‘ভায়রা-ভাই’; এটাই ক্রিকেটার (!) মাহমুদুল্লাহর সবচেয়ে বড় পরিচয় এখন। ওয়ানডে সিরিজে ব্যর্থ হওয়ার পর টেস্ট সিরিজে খুঁজে পান নিজেকে। এই খুঁজে পাওয়াই হয়তো তাকে এ যাত্রায় বাঁচিয়ে দেবে। কিন্তু ওয়ানডে সিরিজে খেলা নিয়ে সংশয় রয়েছে তার। তবে জিম্বাবুয়ে সিরিজে যে ঝরে যাচ্ছেন নাসির-মোটামুটি নিশ্চিত। আজ সকালে এমন আগাম দুঃসংবাদকে সঙ্গী করেই ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরছেন নাসির। লজ্জাজনক এক সফর শেষে দেশে ফিরছেন মুশফিকুর রহিমরাও।
টেস্ট ও ওয়ানডেতে অভিষেকের পর থেকেই দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ নাসির। ৬-৭ নম্বরে ব্যাট করে বাঁচিয়েছেন অনেক ম্যাচ। উপহারও দিয়েছেন জয়। কিন্তু এখন রান করতেই ভুলে গেছেন ২২ বছর বয়স্ক নাসির। ২০১৩ সালের এপ্রিলের পর তার ব্যাট থেকে বেরোয়নি কোনো হাফ সেঞ্চুরি। ২০১৩ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন নাসির। পরের ইনিংসগুলো ৪৬, ১৯, ৪, ২৯, ৪২, ২, ১৯, ১ ও ২। সর্বশেষ চারটি ইনিংস আবার ওয়েস্ট ইন্ডিজ সফরে। শুধু টেস্ট নয়, ওয়ানডে সিরিজেও তার ব্যাটিং পারফরম্যান্স যাচ্ছেতাই। ক্যারিবীয় সফরে তার ব্যাট থেকে বেরিয়েছে ২৬, ০৬ ও ২৬ রানের ইনিংস। ওয়ানডেতে সর্বশেষ হাফ সেঞ্চুরি এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ মে ২০১৩ সালে। পরের ম্যাচগুলোর সর্বোচ্চ ইনিংস ৪৪*। স্কোরগুলো ২৬, ৬, ২৬, ৫, ২২, ৩০, ৪১, ৩৮, ২২, ৪৪*, ৩০ ও ১। রান করতে ভুলে যাওয়া নাসিরকে সতীর্থরা আদর করে ডাকতেন ‘দ্য ফিনিশার’। অনেকেই তার মাঝে অস্ট্রেলিয়ার গ্রেট ওয়ানডে ব্যাটসম্যান মাইকেল বেভানের ছায়া খুঁজে পেতেন। কিন্তু এখন? দলে টিকে থাকার চিন্তাতেই সময় পার করতে হবে ১৬ টেস্ট ও ৪১ ওয়ানডে খেলা নাসিরকে।
শিরোনাম
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
- বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘পুষ্টি ক্যাম্পেইন মেলা’ অনুষ্ঠিত
- জাল নোট প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার
- প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষক পুনর্বহালের দাবিতে জবিতে বিক্ষোভ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪
- চকবাজারে র্যাবের অভিযানে তিন প্রতিষ্ঠানকে সিলগালা ও জরিমানা
- ঢামেকে কারাবন্দীর মৃত্যু
- আড়াইহাজারে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
ব্যর্থতার গোলকধাঁধায় নাসির
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর