রিচার্ড হ্যাডলির যোগ্য উত্তরসূরিই বলা হয় তাকে। অনেকে আবার হ্যাডলির চেয়েও ওপরে ঠাঁই দিয়েছেন ক্রিস কেয়ার্নসকে। হ্যাডলি ব্যাটিং ও বোলিং করে নিউজল্যান্ডকে যত ম্যাচ জিতিয়েছেন, তার চেয়ে অনেক বেশি ম্যাচে দলকে জয় উপহার দিয়েছেন কেয়ার্নস। অসাধারণ এক অলরাউন্ডার কেয়ার্নস। অথচ ব্ল্যাক ক্যাপসদের ক্ষণজন্মা এই ক্রিকেটার এখন ট্রাকচালক। নিউজিল্যান্ডের রাস্তায় বড় বড় লরি, ট্রাক চালিয়ে এবং গাড়ির গ্যারেজ পরিষ্কার করে জীবন নির্বাহ করতে হচ্ছে তাকে। লিজেন্ড ক্রিকেটারের করুণ কাহিনী বিশ্ববাসীর কাছে তুলে ধরেন তারই একসময়কার সহকর্মী আরেক অলরাউন্ডার ডিওন ন্যাশ। বাবা ল্যান্স কেয়ার্নসের পথ ধরে ক্রিকেটে আসেন কেয়ার্নস। নিউজিল্যান্ডের পক্ষে ৬২ টেস্ট ও ২১৫টি ওয়ানডে খেলেন এই ডান হাতি অলরাউন্ডার। টেস্টে তার রান ৩৩২০ ও উইকেট ২১৮টি। ওয়ানডেতে রান ৪৯৫০ ও উইকেট ২০১টি। এমন একজন ক্রিকেটারকে কেন ট্রাক চালাতে হচ্ছে? ২০০০ সালে আইসিসি নক আউট বিশ্বকাপের ফাইনালে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলে প্রিয় দেশ নিউজিল্যান্ডকে উপহার দিয়েছিলেন প্রথম আইসিসি ট্রফি।