এক সময় প্রচুর পরিমাণে মদ পান করায় মুটিয়ে গিয়েছিলেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা। চিকিৎসা করে তবে মুক্তি পেয়েছেন তিনি এই শাপ থেকে। ম্যারাডোনাকে মায়ের মতো শাসন করেছেন তার মেয়ে। ফিরিয়ে এনেছেন মদ ও ড্রাগের দুনিয়া থেকে। এই ড্রাগের কারণেই ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল সর্বকালের সেরা এ ফুটবলারের। এতদিনে বিষয়টা বুঝতে পেরেছেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়কও। অনুশোচনায় ভুগছেন দিয়েগো ম্যারাডোনা। বলেছেন, 'যদি আমি ড্রাগ না নিতাম তাহলে বিস্ময়কর একজন ফুটবলারে পরিণত হতে পারতাম।' সাবেক বার্সেলোনা ও নেপোলি তারকা আরও বলেছেন, 'আমি ইউরোপে আসার আগেই নিজের টেকনিক নিয়ে সন্তুষ্ট ছিলাম।