১৭তম এশিয়ান গেমসে বড় হার দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ হকি দল। আজ শনিবার দক্ষিণ কোরিয়ার ইনচনে সনহাক স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে ৮-০ গোলে হেরেছে বাংলাদেশ।
ম্যাচের ২ মিনিটেই পেনাল্টি কর্নার পায় লাল-সবুজ শিবির। কৃষ্ণার পুশে বল স্টপ করেন সারোয়ার। পরে চয়নের হিট রুখে দেন জাপানের গোলরক্ষক কাতসোয়া তাকাসি। ৩ মিনিটে এগিয়ে গেছে জাপান। ডানপ্রান্ত দিয়ে হিরোকি সাকামোতোর হিট রুখতে পারেননি বাংলাদেশের গোলরক্ষক অসিম গোপ (১-০)। ১১ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে তোমোনরি ওনো রিভার সুইপ ব্যবধান আরও বাড়িয়ে দেয়। প্রথম কোয়ার্টারেই ২ গোলের দেখা পেয়ে যায় জাপান।
দ্বিতীয় কোয়ার্টারের ৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জাপানের পক্ষে তৃতীয় গোলটি করেছেন কাতসোওসি নাগাসওয়া। তৃতীয় কোয়ার্টারের ৩ মিনিটে কেনতা তানাকা গোল করলে ৪-০ তে এগিয়ে যায় জাপান। তৃতীয় কোয়ার্টারের ১২ মিনিটে এবং চতুর্থ কোয়ার্টারের ৩ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেছেন কেনতা তানাকা। এক মিনিট পরই হিরোকি সাকামোতো গোল করলে ব্যবধান অনেক বেড়ে হয় (৭-০)। জাপানের পক্ষে অষ্টম ও শেষ গোলেটি করেছেন কাতসোওসি নাগাসওয়া। আন্তর্জাতিক হকি ফেডারেশনের নতুন নিয়মে ৬০ মিনিটে ম্যাচ শেষ হয়েছে। এ ম্যাচে বিরতি ছিল ৩টি।