ব্যাটে রান ফেরাতে শচীন টেন্ডুলকারের দ্বারস্থ হলেন বিরাট কোহলি। সদ্যসমাপ্ত ইংল্যান্ড সফরে ব্যাটে রান পাননি কোহলি। অফ-স্টাম্পের বাইরের ডেলিভারিতে বারবার স্লিপে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন ভারতের এই তারকা ব্যাটসম্যান।
পুরো ইংল্যান্ড সফরে একটি মাত্র হাফ-সেঞ্চুরি এসেছে কোহলির ব্যাটে। ব্যর্থতা কাটিয়ে রানে ফিরতে লিটল মাস্টারের দ্বারস্থ হলেন দিল্লির ডানহাতি এ ব্যাটসম্যান। গত বৃহস্পতিবার মুম্বই ক্রিকেট অসোসিয়েশনের ইন্ডোরে পরামর্শদাতা হিসেবে শচীনকে পেয়ে যান কোহলি। শচীনের তত্ত্বাবধানেই প্র্যাকটিস করেন তিনি। এদিন আম্পায়ারের জায়গায় দাঁড়িয়ে কোহলির ব্যাটিংয়ের ভুলত্রুটি শুধরে দেন শচীন।