ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার ভাণ্ডারে আরেকটি শিরোপা জমা পড়েছে।
আজ কারা ব্ল্যাককে সঙ্গী করে প্যান প্যাসিফিক ওপেনে মেয়েদের দ্বৈত ইভেন্টের শিরোপা জিতেছেন সানিয়া। টোকিওতে অনুষ্ঠিত ফাইনালে স্পেনের গারবাইন মুগুরুজা ও কারলা সুয়ারেজ নাভারো জুটিকে হারিয়েছেন সানিয়া-কারা ব্ল্যাক জুটি। জয় পেয়েছেন ৬-২, ৭-৫ সেটে।
বলা রাখা ভাল যে, প্যান প্যাসিফিক ওপেনের গত আসরেও শিরোপা জিতেছিলেন এই সানিয়া মির্জা-কারা ব্ল্যাক। সেই হিসেবে শনিবারের জয়ে এই আসরের শিরোপা অক্ষুণ্ন রেখেছে এই জুটি।
উল্লেখ্য, মাত্র কিছুদিন আগে গ্র্যান্ডস্ল্যাম আসর ইউএস ওপেনে ব্রাজিলের ব্রুনো সোয়ারেসের সঙ্গে জুটি বেঁধে মিশ্র দ্বৈত ইভেন্টের শিরোপা জিতেছেন সানিয়া মির্জা।