একে একে মাথা নিচু করে সেনহক স্টেডিয়াম থেকে বের হচ্ছিলেন খেলোয়াড়রা। মুখে কথা নেই, চিরচেনা উচ্ছ্বল ভাবটা উধাও। সবাই এক সঙ্গে টিম বাসের উদ্দেশ্যে হাঁটছেন কিন্তু ভঙ্গি এমন যে কেউ কাউকে চেনেই না। মামুনুর রহমান চয়ন সোজা গিয়ে বসলেন জানালার পাশের সিটে। দৃষ্টি বাইরের দিকে। মুখ শুকনো। চোখ ছল ছল করছে। বাসের ভিতর কে উঠল না উঠল তা নিয়ে কোনো মাথাব্যথা নেই তার। তিনি যে দলপতি, সে কথাও যেন ভুলে গিয়েছিলেন চয়ন। অন্যদের অবস্থাও একই রকম।
কাল এশিয়ান গেমস হকির প্রথম ম্যাচে জাপানের কাছে ৮-০ গোলে হারার পর মানসিকভাবেই বিধ্বস্ত হয়ে পড়েছিলেন হকির খেলোয়াড়রা। আজ এশিয়ার আরেক শক্তি মালয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামতে হবে চয়নদের।
এশিয়ান দলটির বিরুদ্ধে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়। জাপান হকিতে শীর্ষ সারির দল, তারা জিতবে এটাই স্বাভাবিক। তাই বলে এমন সুনামি ঘটিয়ে জিতবে! অথচ একদিন আগেই বাংলাদেশের পাকিস্তানি কোচ নাভিদ আলম ঠাণ্ডা মাথায় জাপানকে একরকম হুমকিই দিয়েছিলেন। সে কারণেই বোধহয় ম্যাচ শেষে লজ্জায় মুখ লুকাতে চাচ্ছিলেন!
এতো বড় লজ্জার পরও সেনহক স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে সাংবাদিকদের সামনে সাফাই গাইলেন খেলোয়াড়দের পক্ষেই। তবে লজ্জাজনক হারের জন্য ক্ষমাও চাইলেন। কোচ বলেন, ‘জাপান অনেক ভালো খেলেছে। আর আমাদের খেলোয়াড়রা নিজেদের সক্ষমতা অনুযায়ী খেলতে পারেনি। ওরা আসলে প্রথম ১৫ মিনিটে ২ গোল খাওয়ার পর আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল। এজন্য পরে আরও বেশি গোল হয়েছে।’ তবে প্রেস কনফারেন্সে সুন্দর সুন্দর কথা বললেও বাইরে এসে কোচের মুখ থেকেও ঝরল ক্ষোভ, ‘ধরলাম ৮ না ২০ গোল খেয়েছে, তাই কি হয়েছে? তাই বলে কি একটা গোলও দিতে পারবে না। এটা কোনো কথা হলো।’ কোচের কথা অবশ্য অযৌক্তিক ভাবারও কারণ নাই। কেননা কাল বাংলাদেশ ম্যাচে মোট সাতটি পেনাল্টি কর্নার পেয়েছিল। কিন্তু একটাও কাজে লাগেনি। একবারের জন্যও জাপানের গোলরক্ষক তাকাসিকে পরাস্ত করতে পারেনি। অন্যদিকে যে বাংলাদেশের গোলরক্ষক অসীম গোপের কোনো মুভমেন্টই চোখে পড়ল না। অথচ কিছুদিন আগে ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হকি লিগে পেয়েছিলেন সেরা গোলরক্ষকের পুরস্কার।
চয়নরা কাল প্রথমেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন মিমো। এরপর শুরু হয় জাপানের আক্রমণ। ৪ মিনিটে জাপানের হিরোকি গোল পেয়ে যান বাংলাদেশের রক্ষণভাগের ভুলের কারণে। এরপর চলতে থাকে গোল হজমের মহোৎসব! শেষ বাঁশি বাজার আগে আটবার বাংলাদেশের জালে বল জড়ায় জাপানিজরা। হিরোকি, কেনতা ও কাটসুয়োসী করেন দুটি করে গোল। একটি করে গোল করেছেন কেই ও তমোনরী।
বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাঠে নামার আগেই হেরে যাওয়া, আর কোচের অতি উচ্চভিলাষী মন্তব্য। চয়নরা তো কাল জাপানের গতির সঙ্গে তাল মেলাতেই পারেননি। তাছাড়া বল পাসিংয়ে একের পর এক ভুল। অবশ্য হকিতে বাংলাদেশ যে ঝামেলায় পড়তে পারে, তার ইঙ্গিতটা মিলেছিল ওয়ার্ল্ড হকি লিগেই। শ্রীলঙ্কা ও হংকংয়ের মতো দলের বিরুদ্ধেও জয় পেতে হয়েছে খুড়িয়ে খুড়িয়ে। অথচ কাল এই শ্রীলঙ্কার জালে পাকিস্তান গুনে গুনে ১৪বার বল জড়ালো।
চার বছর আগে গুয়াংজু এশিয়ান গেমসেও জাপানের সঙ্গে দেখা হয়েছিল বাংলাদেশের। সেবার ১-০ গোলে এগিয়ে গিয়েও লাল সবুজরা হেরেছিল ৩-১ ব্যবধানে। তাহলে গত চার বছরে দেশের হকি আরও পেছনের দিকে চলে গেল! এমন প্রশ্নের উত্তর কোচ নাভিদ আলমের জানা নেই। তার জানার কথাও নয়। কেননা তার কোচিংয়ের বাংলাদেশের সাফল্য নেই বললেই চলে! তবে লজ্জার বোঝাটা ভারী হচ্ছে দিন দিন।
আরও মজার ব্যাপার হচ্ছে, কাল গোল বন্যায় ভেসে যাওয়ার পরও কোচ নাভিদ একে ‘বিধ্বস্ত’ বলতে নারাজ। কোচের মুখে এমন হাস্যকর কথা শুনে, মনে একটা প্রশ্নের উদয় হয়, ঠিক কতো গোল খেলে তাকে ‘বিধ্বস্ত’ হওয়া বললেন নাভিদ...।
শিরোনাম
- কাল যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
- হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত চালক
- গ্রেফতার লামা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ও তার পুত্র
- হাসনাত-সারজিস-জারাসহ এনসিপির ৫ নেতার শোকজ প্রত্যাহার
- গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে মুন্সীগঞ্জে : স্বাস্থ্য উপদেষ্টা
- ট্রেলার উন্মোচন ঘিরে বিতর্ক, ক্ষোভে ফুঁসছেন দেবলীনা
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বিএনপি মানবে না : সেলিমা রহমান
- ঝালকাঠিতে হেলে পড়েছে পাঁচতলা ভবন, আতঙ্কে আশপাশের বাসিন্দারা
- শেবাচিম হাসপাতালে সচল হলো ৯৫টি অচল যন্ত্র
- আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: মামুনুল হক
- বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা আফগানিস্তানের
- ‘আওয়ামী লীগের রাজনীতির চেতনা ছিল মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা’
- সামনে নির্বাচনে আপনারা শাঁখা-সিঁদুর পরে ভোট দিতে যাবেন: স্বরাষ্ট্র সচিব
- সব সম্প্রদায়ের মানুষ আমাদের অগ্রযাত্রাকে শক্তি যোগাবে: উপদেষ্টা
- শেরপুরে সাংবাদিককে হত্যাচেষ্টা
- বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার দল নয় : ডা. জাহিদ
- পরিবহন সেক্টরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : শিমুল বিশ্বাস
- চাঁদা না পেয়ে প্রবাসীর হাতের কবজি কাটল সন্ত্রাসীরা
- নতুন প্রজন্মের জন্য সবচেয়ে বড় হুমকি মাদক: এড. বোরহান
- আওয়ামী লীগ আমলের সব খুন-হত্যার বিচার করা হবে : গয়েশ্বর
চয়নদের নিয়ে ছেলেখেলা
বাংলাদেশ ০ : ৮ জাপান
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর