বাংলাদেশ প্রতিদিন-এনআইইটি বিশ্বকাপ ফুটবল কুইজের ড্র গতকাল বাংলাদেশ প্রতিদিনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের সভাপতিত্বে এবং পীর হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (এনআইইটি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুল আজীজ, জাতীয় দলের সাবেক অধিনায়ক ছাইদ হাছান কানন ও আমিনুল হক। উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ও বাফুফের নির্বাহী সদস্য সত্যজিৎ দাস রুপু, কণ্ঠশিল্পী বাদশা বুলবুল, মডেল ও অভিনেত্রী তানজিন তিশা, এনআইইটির পিআরও নাহিদ হাসানও।
সভাপতির বক্তৃতায় বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, ‘আশির দশকে ফুটবলে যে উন্মাদনা ছিল তা এখন আর নেই। দর্শকদের সেই ঢলও এখন দেখা যায় না। তবে ফুটবল আবার জাগছে। বিশেষ করে সিলেটের দর্শকরা এর প্রমাণ দিয়েছে। এশিয়ান গেমসেও আমরা অনেক দিন পর জয় পেয়েছি। ফুটবলে আমরা ভালো করবই।’ তিনি স্পন্সর প্রতিষ্ঠান এনআইইটিকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান বলেন, ‘বিশ্বকাপের সময় আর্জেন্টিনা ও ব্রাজিল নিয়ে যেমন উন্মাদনা দেখা যায় তেমনটা আমরা বাংলাদেশ নিয়ে করতে চাই।’ একদিন বাংলাদেশ বিশ্বকাপে খেলবে বলে আশাবাদও ব্যক্ত করেন তিনি। এনআইইটির চেয়ারম্যান আবদুল আজীজ তার বক্তৃতায় বাংলাদেশ প্রতিদিনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে বাংলাদেশ প্রতিদিনের সহযোগী হতে চাই।’ জাতীয় দলের সাবেক অধিনায়ক ছাইদ হাছান কানন বলেন, ‘বাংলাদেশ প্রতিদিন আমার কাছে পরিবারের মতোই।’ তিনি আরও বলেন, ‘আমাদের সময় ফুটবলে উন্মাদনা ছিল। মাঝখানে কমে গেলেও এখন আবার নতুন করে ফুটবলে জাগরণ ঘটছে। আমরা সবাই চেষ্টা করছি ফুটবলের উন্নয়নের জন্য। আশা করি খুব দ্রুত ফুটবলে নতুন জোয়ার দেখা যাবে।’ বাফুফে নির্বাহী সদস্য ও সাবেক ফুটবলার সত্যজিৎ দাস রুপু বলেন, ‘বাঙালির প্রাণের খেলা ফুটবল। বিশ্বকাপ এলেই তা বোঝা যায়। বাংলাদেশ প্রতিদিন কুইজের আয়োজন করে এর মধ্যে বাড়তি উন্মাদনা যোগ করেছিল।’ তিনি এই আয়োজনের জন্য বাংলাদেশ প্রতিদিনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ফুটবলের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই আমরা ভালো করব।’ সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আমিনুল হক বাংলাদেশ প্রতিদিনকে ফুটবলের উন্নয়নে অবদান রাখার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা ফুটবলে দর্শকদের আশা পূরণ করতে পারিনি। তবে স্বপ্ন দেখি একদিন বাংলাদেশ বিশ্বকাপ খেলবে।’ ড্র অনুষ্ঠানে এ ছাড়াও বক্তব্য রেখেছেন সংগীতশিল্পী বাদশা বুলবুল, মডেল তানজিন তিশা, বাংলাদেশ প্রতিদিনের বার্তা সম্পাদক লুৎফর রহমান হিমেল, ডেপুটি চিফ রিপোর্টার শাবান মাহমুদ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের চিফ রিপোর্টার শিমুল মাহমুদ, বিশেষ প্রতিনিধি মনজুরুল ইসলাম, হেড অব মার্কেটিং মাসুদুর রহমান, ম্যানেজার (মানবসম্পদ ও প্রশাসন) তানভির আহমেদ ও হেড অব সার্কুলেশন মোঃ বিল্লাল হোসেন মন্টু।
ড্রতে বিজয়ী যারা
১ম পর্ব
১ম পুরস্কার : ১টি ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন
তামান্না, কেরানীগঞ্জ
২য় পুরস্কার : ১টি অ্যান্ড্রয়েড ট্যাব
সুমি আক্তার, মিরপুর
তৃতীয় পুরস্কার : ১টি মাইক্রোওয়েভ ওভেন
আশরাফ হোসেন, তেজগাঁও
চতুর্থ পুরস্কার : ২টি মোবাইল ফোন সেট
সাহানারা, কলতাবাজার
গোলাম কিবরিয়া, গাজীপুর
২য় পর্ব
প্রথম পুরস্কার : মোটরসাইকেল
সাদিয়া, অভয় দাস লেন, ঢাকা
দ্বিতীয় পুরস্কার : রেফ্রিজারেটর
মোহাম্মদ হানিফ খান, মিরপুর
তৃতীয় পুরস্কার : ২টি রাইস কুকার
মোহাম্মদ তাইফুর রহমান, শাহজাহানপুর
সাদিয়া বেগম, কুমিল্লা
চতুর্থ পুরস্কার : ২টি মোবাইল ফোন সেট
দুলাল কুমার সরকার, গুলশান
তানভীর আহমেদ, খিলগাঁও
শিরোনাম
- কাল যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
- হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত চালক
- গ্রেফতার লামা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ও তার পুত্র
- হাসনাত-সারজিস-জারাসহ এনসিপির ৫ নেতার শোকজ প্রত্যাহার
- গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে মুন্সীগঞ্জে : স্বাস্থ্য উপদেষ্টা
- ট্রেলার উন্মোচন ঘিরে বিতর্ক, ক্ষোভে ফুঁসছেন দেবলীনা
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বিএনপি মানবে না : সেলিমা রহমান
- ঝালকাঠিতে হেলে পড়েছে পাঁচতলা ভবন, আতঙ্কে আশপাশের বাসিন্দারা
- শেবাচিম হাসপাতালে সচল হলো ৯৫টি অচল যন্ত্র
- আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: মামুনুল হক
- বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা আফগানিস্তানের
- ‘আওয়ামী লীগের রাজনীতির চেতনা ছিল মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা’
- সামনে নির্বাচনে আপনারা শাঁখা-সিঁদুর পরে ভোট দিতে যাবেন: স্বরাষ্ট্র সচিব
- সব সম্প্রদায়ের মানুষ আমাদের অগ্রযাত্রাকে শক্তি যোগাবে: উপদেষ্টা
- শেরপুরে সাংবাদিককে হত্যাচেষ্টা
- বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার দল নয় : ডা. জাহিদ
- পরিবহন সেক্টরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : শিমুল বিশ্বাস
- চাঁদা না পেয়ে প্রবাসীর হাতের কবজি কাটল সন্ত্রাসীরা
- নতুন প্রজন্মের জন্য সবচেয়ে বড় হুমকি মাদক: এড. বোরহান
- আওয়ামী লীগ আমলের সব খুন-হত্যার বিচার করা হবে : গয়েশ্বর
মোটরসাইকেল জিতলেন সাদিয়া
বাংলাদেশ প্রতিদিন এনআইইটি বিশ্বকাপ ফুটবল কুইজ ড্র
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর