ইনচেন এশিয়ান গেমসে ট্রাফ শুটিং ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ। অথচ এই ইভেন্ট বাংলাদেশেই নেই। শুনে অবাক লাগলেও সত্য, ইংল্যান্ডে জন্ম নেওয়া কাইসুর নামে এক শুটার অংশ নিচ্ছেন। আর গতকাল তিন রাউন্ড মিলে তিনি ৪৬ জনের মধ্যে হয়েছেন ৪৫তম। আজ আরও দুই রাউন্ড হবে। তারপর চূড়ান্ত ফল পাওয়া যাবে। তবে কাইসুর যে ভালো করতে পারবেন না, প্রথম দিন তিনি নিজেই বুঝিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন উঠতেই পারে, যেখানে বাজে পারফরম্যান্সের জন্য এশিয়ান গেমসে নাম পাঠিয়েও বাদ দেওয়া হয়েছে অ্যাথলেটিকস ও সাঁতারসহ ৮টি ইভেন্ট, সেখানে কাইসুর কিসের ভিত্তিতে এশিয়ান গেমসে অংশ নিচ্ছেন!
গতকাল অ্যাথলেট ভিলেজে গিয়ে ২ ঘণ্টা অপেক্ষার পর দেখা মিলে কাইসুরের। নিজের পারফরম্যান্স সম্পর্কে তিনি কিছু বলতে রাজি হয়নি। বাংলাদেশের হয়ে কেন অংশ নিচ্ছেন, এমন প্রশ্নে কাইসুর বলেন, 'আমার জন্ম ইংল্যান্ডে হলেও বাড়ি সিলেটে। আমি চাই নিজেকে বিশ্বমঞ্চে তুলে ধরতে। সেই সঙ্গে বিদেশের মাটিতে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে।' কাইসুর গেমসে বাংলাদেশের নাম উজ্জ্বল করবেন নাকি ডোবাবেন তা বোঝা যাবে আজই।
পেশায় কাইসুর সিভিল ইঞ্জিনিয়ার। তিনি ছুটির দিনে ইংল্যান্ডে অনুশীলন করেন। আর সেই অনুশীলনের রেকর্ড দেখেই নাকি তাকে বাছাই করেছে শুটিং ফেডারেশন।