শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। বাবার মতো বড় ক্রিকেটার হওয়াই লক্ষ্য। সে লক্ষ্যে পৌঁছাতে এর মধ্যেই হাঁটতে শুরু করেছেন অর্জুন। মুম্বাইয়ে স্ম্যাশ মাস্টার ব্লাস্টার স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ব্যাটিং করতে নেমে ঝড় বইয়ে দিয়েছেন প্রতিপক্ষের উপর। খুনে মেজাজে ব্যাটিং করে ৪২ বলে ১১৮ রান করেছেন শচীন পুত্র। এই টুর্নামেন্টে সিমুলেটরের মাধ্যমে ব্যাটিং দক্ষতার পরীক্ষা নেওয়া হয় উদীয়মান ক্রিকেটারদের। অনূর্ধ্ব-১৬ বিভাগে ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষে এমন কীর্তি গড়েন অর্জুন। ছেলের এমন কীর্তিতে খুশি বাবা শচীনও। টুইটারে সেই খুশির কথা জানান ভারতীয় ক্রিকেট লিজেন্ড টেন্ডুলকার।