আন্তর্জাতিক ফুটবল জগতে প্রচুর অর্জন করেই শীর্ষে উঠে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু এবার বিনা অনুমতিতে নিজের মিউজিয়ামে এফএ কাপ ও প্রিমিয়র লিগের ‘রেপিল্কা’ রেখে বিতর্কে জড়ালেন ‘ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার’ রোলালদো।
গত বছর ডিসেম্বর মাসে নিজের শহরে একটি মিউজিয়াম তৈরি করেন রোনালদো। সেখানে নিজের ক্যারিয়ারে পাওয়া যাবতীয় ট্রফি সাজিয়ে রেখেছেন তিনি। ট্রফির তালিকায় রয়েছে এফএ কাপ ও প্রিমিয়র লিগের প্রতিকৃতিও। রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে খেলাকালীনই এই ট্রফিগুলো পায় তার ক্লাব। ২০০৪ এফএ কাপের পাশাপাশি ২০০৭, ২০০৮ ও ২০০৯-এ পরপর তিনবার প্রিমিয়র লিগ জেতে ম্যানচেস্টার ইউনাইটেড। নিয়ম অনুযায়ী, এফএ কাপের রেপ্লিকা রাখার জন্য এফএ'র থেকে ও প্রিমিয়র লিগের রেপিল্কার জন্য পিএল'র কাছ থেকে লাইসেন্স নিতে হয়। কিন্তু সিআর সেভেন কোনো রকম লাইসেন্সেরই ধার ধারেননি। ফলে নিজের মিউজিয়ামে এই মহার্ঘ্য ট্রফিগুলোর রেপিল্কা রেখে বিতর্ক ডেকে আনলেন পর্তুগিজ এ সুপারস্টার।