শ্রীলংকার ডানহাতি পেসার লাসিথ মালিঙ্গার গোড়ালিতে অস্ত্রোপচার হচ্ছে। এর ফলে আগামী তিন মাস খেলছেন না তিনি। তবে পুরোপুরি সুস্থ হয়েই ২০১৫ বিশ্বকাপে মাঠে নামবেন মালিঙ্গা।
গোড়ালির অস্ত্রোপচার করাতে শীঘ্রই অস্ট্রেলিয়া যাবেন মালিঙ্গা। এর জন্য প্রায় সাড়ে তিন মাস দেশের সেরা ডানহাতি পেসারকে পাওয়া যাবে না বলে জানিয়েছেন শ্রীলঙ্কার জাতীয় নির্বাচক প্রমোধ্যা বিক্রমাসিংঘে। ফলে নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ান ডে সিরিজে মালিঙ্গাকে পাবে না শ্রীলঙ্কা। টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন তিনি। দেশের হয়ে শুধু ওয়ান ডে ও টি-২০ খেলছেন তিনি। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে সীমিত ওভারের আইসিসি বিশ্বকাপ।
অস্ত্রোপচারের পর ম্যাচ ফিট করতে বিশ্বকাপের ঠিক আগে মালিঙ্গাকে আগামী বছর জানুয়ারিতে নিউজিল্যান্ডে ওয়ান ডে সিরিজের শেষ দু’টি ম্যাচ খেলাতে চাইছে শ্রীলঙ্কা। আগামী বছর ১৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে এ দ্বীপরাষ্ট্রটি।