ফের স্বমহিমায় ক্রিশ্চিয়ানো রোনালদো। ঝলমল করছেন বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী জেমস রদ্রিগেজ। দুরন্ত গ্যারেথ বেলও। সব মিলিয়ে এক সুরে বেজে উঠে শনিবার লা লিগায় ডিপোরটিভো লা করুনাকে ৮-২ গোলে একপ্রকার উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।
অনবদ্য এক ম্যাচ খেলেছেন রোনালদো। তার পা থেকে হ্যাটট্রিক এসেছে। চলতি মৌসুমে দুরন্ত ছন্দে ফেরার ইতিবাচক ইঙ্গিত দিলেন রিয়ালের এ তারকা। ম্যাচের ২৯ মিনিটে প্রথম গোল করেন রোনালদো। এরপর জেমস রদ্রিগেজ ব্যবধান বাড়ান। ৪১ মিনিটে রোনালদো ফের গোল করেন। বিরতির সময় তিন গোলে এগিয়ে ছিল রিয়াল।
বিরতির পরে খেলা শুরু হলে আরো পাঁচ গোল করে রিয়াল। দু’গোল করেন গ্যারেথ বেল। চিচারিতোও দু’গোল করেন। বিরতির পরে দু’গোল শোধ দেয় ডিপারটিভো। তবে লজ্জার হার এড়াতে তা যথেষ্ট ছিল না।