দক্ষিণ কোরিয়ার ইনচনে এশিয়ান গেমসে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছেও হারল বাংলাদেশ জাতীয় হকি দল।
এদিন সিওনহাক হকি স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৫-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তানি কোচ নাভিদ আলমের শিষ্যরা। র্যাংকিংয়ে ১৩তম অবস্থানে থাকা মালয়েশিয়ার বিপক্ষে নিষ্প্রভ আক্রমণভাগ নিয়ে বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন কৃষ্ণ কুমার দাস
এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে ৮-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সে ম্যাচেও দলের রক্ষণভাগের দুর্বলতা ছিল চোখে পড়ার মত।
আগামী মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।