এশিয়ান গেমস শুরু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মধ্যেই নিভে গেল ঐতিহ্যবাহী ‘এশিয়ান গেমস কলড্রন’ (প্রতিকী আগুনের শিখা)। গতকাল শনিবার শুরু হয়েছে ১৭তম ইনচিওন এশিয়ান গেমস। গত শুক্রবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমেই আত্মপ্রকাশ হয়েছে এ বছরের এশিয়ান গেমসের। কিন্তু গতকাল শনিবার প্রায় টানা ১০ মিনিটি এই কলড্রন জ্বলেনি।
চিরাচরিত প্রথা অনুযায়ী এশিয়ান গেমসের শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত কলড্রনের লেলিহান শিখা জ্বলে। মূলত জল ও তরল গ্যাসের মিশ্রনেই কৃত্তিমভাবে এই শিখা জ্বালানো হয়ে থাকে। তবে এক্ষেত্রে প্রযুক্তিগত কিছু সমস্যার জন্যই কলড্রন জ্বলেনি বলে জানিয়েছেন এশিয়ান গেমসের আয়োজকরা। শুধুমাত্র কলড্রনই নয়, প্রযুক্তিগত সমস্যার জন্য এশিয়ান গেমসে সাময়িক ভাবে বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়তে হয় মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড়দের৷ আলো না-থাকায় টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ব্যাডমিন্টন প্রতিযোগিতা পিছিয়ে যায়। ফলে এশিয়ান গেমসের শুরুতেই কিছুটা হোঁচট খেল দক্ষিণ কোরিয়া।