বিশ্বকাপের দলে কার্লোস তেভেজকে দলে নেননি আর্জেন্তিনার কোচ সাবেলা। শুধু বিশ্বকাপ নয়, দীর্ঘদিন জাতীয় দলের বাইরে রয়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার। জাতীয় দলের বাইরে থাকলেও নিজের ফর্ম হারাননি তেভেজ। সিরি-এ-তে গোল করে বুঝিয়ে দিচ্ছেন এখনও ফুরিয়ে যাননি তিনি। গতকাল শনিবার এসি মিলানের বিরুদ্ধে গোল করে জুভেন্তাসকে জেতালেন তেভেজ।
বিরতির আগে দু’টো দলই গোল করতে পারেনি৷ মিলানকে এদিন প্রত্যাশিত ছন্দে দেখা যায়নি। বরং জুভেন্তাসকে অনেক ইতিবাচক দেখা গেছে। ম্যাচের ৭১ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন তেভেজ। এই গোলের পরে ম্যাচে ফিরতে পারেনি মিলান। শেষ পর্যন্ত ম্যাচ হেরেই মাঠ ছাড়ে ইতালির বিখ্যাত ক্লাবটি। ফলে শেষ হাসি হাসে তেভেজের দলই।