গোয়াং স্টেডিয়াম। গেমসের মূল মিডিয়া সেন্টার থেকে প্রায় ৫০ কিমি দূরে। পৌঁছাতে সময় লাগে এক ঘণ্টা। আমরা বাংলাদেশের সাংবাদিকরা যে হোটেলে উঠেছি সেখান থেকে মেইন মিডিয়া সেন্টারের দূরত্ব ৪০ কিমি, মেট্রো রেলে সময় লাগে ৪৫ মিনিট। গোয়াং স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন থাকায় হোটেল থেকে বের হতে হয় ভোরে। খেলোয়াড়দের আগেই আমরা কয়েকজন সাংবাদিক পৌঁছে যাই প্রাকটিস ভেন্যুতে।
আজ হংকংয়ের বিরুদ্ধে বাংলাদেশের ইতিহাস গড়ার ম্যাচ। হারলে কিংবা ড্র করলে বিদায়। জিতলে প্রথমবারের মতো এশিয়ান গেমসের দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে লাল-সবুজের ধারকরা। সে কারণেই সব ইভেন্ট বাদ দিয়ে কাল সবার মনোযোগ ছিল গোয়াং স্টেডিয়ামের দিকে। যাত্রা পথে সৌভাগ্য হয় কোরিয়ান গ্রাম দেখার। ইনচেনের গ্রামগুলোও যে কত সুন্দর! বাংলাদেশের মতো এলোপাতাড়ি নয়। জমির আইলগুলো রেললাইনের মতো সোজা। বাড়ির উঠানগুলো কতই না মসৃণ। ধূলামুক্ত হাওয়া মনকে যেন পরিশুদ্ধ করে দেয়।
নদীর ওপর ব্রিজগুলোও যেমন সুন্দর, তেমনি পাহাড়ের গা ঘেঁষে যাওয়া রাস্তাগুলো। পথের মুগ্ধতা যেন গোয়াং স্টেডিয়ামে পৌঁছেই ফুরিয়ে যায়। প্রাকটিস ভেন্যুতে সাংবাদিকদের দেখে গজ গজ করতে থাকেন কোচ লোডডিক ক্রুইফ। প্রথমে তিনি সাফ জানিয়ে দেন কারো সঙ্গে কথা বলবেন না। খেলোয়াড়রাও বলবে না। তবে অনুশীলন শেষে টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর অনুরোধে কথা বললেন। জানালেন তার আশঙ্কা ও স্বপ্নের কথাও। ডিক ক্রুইফ বলেন, ‘হংকং অনেক ভালো দল। তাদের সঙ্গে জয় পাওয়াটা কঠিন। তবে মিরাকলও কিছু একটা ঘটে যেতে পারে। আমার ছেলেরা প্রথম দুই ম্যাচে অনেক ভালো খেলেছে। আমি চাই, ছেলেরা যাতে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে। আর আমিও যাতে বাংলাদেশের ফুটবল ইতিহাসের অংশ হয়ে যাই।’ বাংলাদেশ আফগানিস্তানের বিরুদ্ধে ১-০ গোলে জিতলেও উজবেকিস্তানের কাছে হেরেছে ৩-০ গোলে। হংকং এখনো অপরাজিত। প্রথম ম্যাচে উজবেকদের সঙ্গে ১-১ গোলে ড্র করার পরে আফগানিস্তানের বিরুদ্ধে জিতেছে ২-১ গোলে। আজকের ম্যাচেও ড্র হলেই নিশ্চিত হয়ে যাবে দ্বিতীয় রাউন্ড। সেক্ষেত্রে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে যাবে লাল-সবুজরা। অবশ্য বাংলাদেশে যে একটি জয়ের লক্ষ্য নিয়ে কোরিয়ায় এসেছিল তা পূরণ হয়ে গেছে এর মধ্যেই। এখন হারানোর কিছু নেই। তবে সুযোগ রয়েছে ইতিহাস গড়ার। তাই সুযোগটা হারাতে রাজি নন অধিনায়ক মামুনুল। বাস থেকে নেমে অনুশীলন ভেন্যুর দিকে হাঁটতে হাঁটতে সে কথাই বললেন, ‘আমাদের লক্ষ্য একটাই, ইতিহাস গড়া। যেকোনো মূল্যে আমরা হংকংকে হারাতে চাই। যদিও জানি, ওরা অনেক ভালো দল। কিন্তু আমাদের পিঠও দেয়ালে ঠেকে গেছে। এ ম্যাচে জিততে পারলে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ পাব। ইতিহাস গড়ার এ সুযোগটা কাজে লাগাতে চাই।’ মিডফিল্ডার হেমন্ত বলেন, ‘ওদের দুই সাইডের দুই ডিফেন্ডার দুর্বল। আমরা দুই সাইড দিয়েই বেশি আক্রমণ করব। এখন দেখা যাক কি হয়। আমার বিশ্বাস, এ ম্যাচে আমরা ভালো করব।’ আগের দুই ম্যাচে খেলেননি জাহিদ হোসেন। এ ম্যাচে তার নামার সম্ভাবনা উজ্জ্বল। সম্ভাবনার কথা জানালেন তিনিও, ‘ওদের খেলা দেখেছি। আমাদের সাইড বেশ শক্তিশালী। ওরাও প্রতিপক্ষ হিসেবে কঠিন। জয়ই আমাদের টার্গেট।’ দলীয় ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, ‘প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে জিতে আমরা টার্গেট পূরণ করেছি। দ্বিতীয় ম্যাচে আমরা উজবেকিস্তানের বিরুদ্ধে হারলেও ছেলেরা ফাইট করেছে। এখন আমরা একটা বিরল ঘটনার সামনে দাঁড়িয়ে। হংকংকে হারাতে পারলেই সৃষ্টি হবে ইতিহাস। গোটা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে ইনচেনের দিকে। ছেলেরাও জয়ের ব্যাপারে বদ্ধপরিকর।’
প্রথম ম্যাচে জয় পাওয়ায় এই ম্যাচের গুরুত্ব হাজার গুণ বেড়ে গেছে। সাফল্যের গ্রাফকে তাড়া করতে গিয়ে প্রত্যাশার চাপও বেড়েছে বিদ্যুৎ গতিতে। কিন্তু এই চাপকে দু’পায়ে মারিয়ে কি আজ ইতিহাস সৃষ্টি করতে পারবেন মামুনুলরা!
শিরোনাম
- পাকিস্তানের ড্রোন হামলায় ভারতের পাঞ্জাবে আহত ৩
- ভাঙ্গায় জাহানাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত
- বাংলাদেশের চারটি টিভির ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত
- নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু নিহত, আহত ২
- জেল থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
- দোসরদের দেশ ত্যাগের সুযোগ দিচ্ছে সরকার
- কুতুবদিয়ায় মাছ ধরার সময় আটক দুই নৌকা, মুচলেকায় মুক্ত
- চাঁবিপ্রবিতে জিএসটি 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
- নতুন কর্মসূচি ঘোষণা করলেন হাসনাত আব্দুল্লাহ
- দ্রুত সিদ্ধান্ত না আসলে সারা দেশ থেকে ঢাকা মার্চ : নাহিদ
- ‘সর্ষের মধ্যে ভূত থাকলে সে ভূত তাড়াবে কে’
- শেওড়াপাড়ায় বাসা থেকে দুই বোনের মরদেহ উদ্ধার
- সরকারের বরাদ্দের চাল এখনও পাননি কুতুবদিয়ার নিবন্ধিত জেলেরা
- আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
- নোয়াখালীতে জমিসংক্রান্ত বিরোধে হামলায় আহত আট, আটক ১০
- মৌলভীবাজারে পুশইন হওয়া ১৫ বাংলাদেশিকে থানায় হস্তান্তর
- ‘শেখ মুজিবের করা কালো আইনের ১৯ ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে’
- পারভেজ হত্যা মামলায় গ্রেফতার ফারিয়া রিমান্ডে
- কুঠিবাড়িতে রবীন্দ্র জন্মজয়ন্তী: দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, বর্ণিল আয়োজন
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সভাপতি শ্যামল, সম্পাদক সিরাজ
বাংলাদেশ-হংকং মুখোমুখি
ইতিহাস না বিদায়
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর