'মড়ার উপর খাঁড়ার ঘা' চিরাচরিত এই প্রবাদটা যেন হকির জন্য চরম সত্য হয়ে গেল। আগের দিন বাংলাদেশের হকি দলকে নিয়ে ছেলেখেলা করল জাপান। কাল মালয়েশিয়ার কাছে আবারও ভরাডুবি হলো চয়নদের। আগের দিনের ব্যবধান ছিল ৮-০, কাল মালয়েশিয়ার কাছে হারল ৫-১ গোলে। হকিতে হারের বৃত্তে আটকে গেছে বাংলাদেশ। কাল সিঙ্গাপুরের বিরুদ্ধে মাঠে নামছেন চয়নরা। মালয়েশিয়ার বিরুদ্ধে হারলেও সমান তালে লড়াই করেছে বাংলাদেশ। ৪৫ মিনিটে পর্যন্ত দাপট ছিল চয়নদেরই। যদিও ২০ মিনিটে প্রথম গোল দেয় মালয়েশিয়াই। কিন্তু ৩০ মিনিটেই কৃষ্ণা গোল পরিশোধ করে খেলায় সমতা ফেরান। এরপর বেশ কয়েকটি সুযোগও পেয়েছিল বাংলাদেশ। কিন্তু কাজে লাগাতে পারেনি। কিন্তু বিপত্তি ঘটে যায় শেষ দিকে। ১৪ মিনিটের মধ্যে ৪ গোল হজম করতে হয়। দ্রুত গোল হজম করায় খেলোয়াড়দের ওপর ভীষণ বিরক্ত কোচ নাভিদ আলম। তবে প্রথম দিকে লড়াই করার জন্য খেলোয়াড়দের প্রশংসাও করেছেন তিনি। নাভিদ বলেন, 'প্রথম দিকে বেশ ভালো খেলেছে ছেলেরা। কিন্তু সামান্য কিছু ভুলের জন্য গোল খেতে হয়েছে। দলটিতে বেশিরভাগই তরুণ খেলোয়াড়। এটি বাংলাদেশের ভবিষ্যৎ দল। এরা আগামীতে ভালো ফল এনে দিবে আশা করি।'