প্যান প্যাসিফিক ওপেনে শিরোপা জিতেছেন সার্বিয়ার আনা ইভানোভিচ। বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড় ক্যারেলিন ওজনিয়াকিকে সরাসরি সেটে ৬-২, ৭-৬ [৭/২] গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হন ইভানোভিচ।
ছেলেদের শীর্ষ তারকা নোভাক জোকোভিচের স্বদেশি ইভানোভিচের ফাইনাল ম্যাচটি জিততে মাত্র দেড় ঘণ্টা সময় নেন। প্রথম সেট সহজে জেতার পর দ্বিতীয় সেটে অবশ্য ইভানোভিচকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দেন ওজনিয়াকি। কিন্তু শেষ পর্যন্ত টাইব্রেকারেই জয় ছিনিয়ে নেন ইভানোভিচ। ম্যাচ শেষে টুর্নামেেন্টের তৃতীয় বাছাই ইভানোভিচ জানান, ‘ শারীরিকভাবে এই টুর্নামেন্ট যথেষ্ট ক্লান্তিকর ছিল। তবে চ্যাম্পিয়ন হওয়ার পর দারুণ লাগছে।'