ইংলিশ প্রিমিয়ার লিগে ফের লজ্জাজনকভাবে হেরেছে লুই ফন গালের ম্যানচেস্টার ইউনাইটেড। লিইচেস্টার সিটির কাছে তাদের মাঠে ৫-৩ গোলে হেরেছে লুইস ফন গালের শিষ্যরা। তবে ম্যানসিটির হয়ে ফের ভালো খেলেছেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। এ ম্যাচেও গোল পেয়েছেন রিয়াল মাদ্রিদ থেকে ম্যানইউতে পাড়ি দেওয়া ডি মারিয়া। কিন্তু দলের হার এড়াতে পারেননি তিনি।
ম্যাচের শুরুতে ফন গালের মূল একাদশে ছিলেন রাফায়েল, মার্কোস রোহো, হেরেরা, ওয়েইন রুনি, ডি মারিয়া, ফ্যালকাও এবং ভন পার্সি। গোলের দেখাও মেলে ম্যাচের শুরুতেই। ম্যাচের ১৩ মিনিটে কলম্বিয়ান তারকা রাদামেল ফ্যালকাওয়ের দারুণ একটি ক্রস থেকে বল পেয়ে ডাচ তারকা ভন পার্সি গোল করে দলকে লিড এনে দেন। এর তিন মিনিট পর ম্যাচের ১৬ মিনিটের মাথায় গোল করেন ডি মারিয়া। এবার বলের জোগানদাতা ছিলেন ম্যানইউর অধিনায়ক ওয়েইন রুনি।
২-০ তে এগিয়ে থাকা ম্যানইউর বিপক্ষে এর এক মিনিট পরই ব্যবধান কমাতে স্বাগতিকদের হয়ে গোল করেন লিইচেস্টার সিটির উলোয়া। জ্যামি ভারডির সহায়তায় গোলটি করেন তিনি। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ২-১ এ এগিয়ে থেকে অতিথি ম্যানইউ বিরতিতে যায়। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৭ মিনিটে আবারো লিড বাড়ায় ফন গালের শিষ্যরা।
ডি মারিয়ার পাস থেকে বল পেয়ে আন্দ্রে হেরেরা লিইচেস্টার সিটির জালে বল জড়াতে ভুল করেননি। তবে, ম্যাচের ৬২ মিনিটে রাফায়েলের অবৈধ বাধা প্রদানের ফলে পেনাল্টি পায় লিইচেস্টার সিটি। সেখান থেকে গোল করেন ডেভিড নুগেন্ট। নুগেন্টের গোলের দুই মিনিট পরেই সমতায় ফিরে লিইচেস্টার সিটি। ম্যাচের ৬৪ মিনিটে সমতাসূচক গোলটি করেন এস্তেবান ক্যামবিয়াসো। এবারো বলের জোগানদাতা ছিলেন ভারডি।
ম্যাচের ৭৬ মিনিটে ডি মারিয়াকে মাঠ থেকে তুলে নিয়ে ফন গাল বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামান হুয়ান মাতাকে। এর তিন মিনিট পরেই ভারডি নিজেই গোল করে লিইচেস্টার সিটিকে প্রথমবারের মতো লিড এনে দেন। ম্যাচের ৮৩ মিনিটে দশ জনের দলে পরিণত হয় ম্যানইউ। লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয় ব্লাকেট। পেনাল্টি থেকে এবার গোল করেন লিইচেস্টার সিটির প্রথম গোলদাতা উলোয়া।
ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে লিইচেস্টার সিটির কাছে ৫-৩ গোলের পরাজয় হয় ম্যানইউ।