বিশ্বকাপের পর অনুষ্ঠিত জার্মানির বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি । বার্সেলোনার এ মহাতারকা না খেলার জন্য গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল ৷অনেকেই প্রচার করছিলেন, বিশ্বকাপ না জিততে পারার জন্য হতাশ মেসি। সেই কারণেই তিনি আর দেশের হয়ে খেলতে চান না ৷ কিন্তু এই অপপ্রচার নস্যাৎ করে দিলেন তিনি।
চীনে ব্রাজিল ও হংকং'র বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলবে আর্জেন্টিনা ৷ ওই দুটো ম্যাচে দলে ফিরলেন মেসি। দুটো ম্যাচই খেলবেন তিনি। জাতীয় দলে ফেরায় সমর্থকরা উচ্ছ্বসিত তার সমর্থকরা। উল্লেখ্য, আগামী ১১ অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে ও ১৪ অক্টোবর হংকং'র বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলবে অর্জেন্টিনা।
বিডি-প্রতিদিন/অক্টোবর ২০১৪/শরীফ