আবার জ্বলে উঠলেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়কের জ্বলে উঠায় ফের জয় পেয়েছে বাংলাদেশ প্রতিদিন। ওয়ালটন-বিএসজেসি মিডিয়া কাপের কালকের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ প্রতিদিনকে ৬৬ রানের জয় উপহার দিয়েছেন আশরাফুল। তার ম্যাচ সেরা পারফরম্যান্সের সামনে দাঁড়াতেই পারেনি মানবকণ্ঠ। আজ টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশ প্রতিদিনের প্রতিপক্ষ চ্যানেল আই। দ্বিতীয় সেমিফাইনালে দ্য রিপোর্ট ২৪ ডটকমের প্রতিপক্ষ ঢাকা ট্রিবিউন। সকাল ১০টায় ফাইনাল অনুষ্ঠিত হবে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। প্রধান অতিথি হিসেবে পুরস্কার দেবেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সংগঠক মঞ্জুর কাদের, সাইফুল আলম স্বপন ও মো. ওয়াহিদুজ্জামান। কাল টুর্নামেন্টের চতুর্থ দিন চারটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। একপেশে লড়াইয়ে চ্যানেল আই ৫ উইকেটে হারায় মাছরাঙা টেলিভিশনকে। মাছরাঙা প্রথমে ব্যাট করে ২৭ রান সংগ্রহ করে। জাতীয় দলের সাবেক ক্রিকেটার মো. শরীফ মাত্র ৩ রান করেন। ম্যান অব দ্য ম্যাচ হন চ্যানেল আইয়ের সোহেল রানা। অন্য কোয়ার্টার ফাইনালে দ্য রিপোর্ট ২৪ ডটকম ৪ উইকেটে হারায় চ্যানেল নাইনকে। প্রথমে ব্যাট করে চ্যানেল নাইন মাত্র ৫৯ রান করে। জনির অলরাউন্ডিং পারফরম্যান্সে সহজেই সেমিফাইনালে জায়গা করে নেয় রিপোর্ট ২৪ ডটকম। তৃতীয় কোয়ার্টারে আশরাফুলের নেতৃত্বে বাংলাদেশ প্রতিদিন প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১০১ রান করে। ম্যাচ সেরা আশরাফুল ৫৩ রান করেন ১৫ বলে। ইনিংসটিতে ছিল ৪টি ছক্কা ও ৪টি বাউন্ডারি। জবাবে মানবকণ্ঠ গুটিয়ে যায় মাত্র ৩৫ রানে। চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে ৫ রানে জয় পায় ঢাকা ট্রিবিউন। প্রথমে ব্যাট করে জাতীয় দলের ওপেনার শামসুর রহমান শুভর নেতৃত্বে ট্রিবিউন ৩ উইকেটে ১০২ রান করে। জবাবে নতুন সময় ডট টিভির ইনিংস শেষ হয় ৯৭ রানে। মাঠে উপস্থিত থেকে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন বিসিবি পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি, সাবেক পরিচালক খোন্দকার জামিলউদ্দিন, ক্রীড়া সংগঠক ও ঢাকা দক্ষিণের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওয়াহিদুল হাসান মিল্টন, ওয়ালটনের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান ও অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম।