বিএসজেসি মিডিয়া কাপ ক্রিকেটে আশরাফুল খেলছেন বাংলাদেশ প্রতিদিনের হয়ে। প্রথম ম্যাচে বাংলাদেশ প্রতিদিন হেরেছিল। হারলেও স্বকীয়তায় উজ্জ্বল ছিলেন আশরাফুল। খেলেছিলেন ১৩ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস। প্রথম ম্যাচ হারায় কিছুটা চাপে পরে যায় বাংলাদেশ প্রতিদিন। দ্বিতীয় ম্যাচে দায়িত্ব পুরো নিজের কাঁধে তুলে নিয়ে খেলেন ৭৮ রানের ঝকঝকে ইনিংস। ২৩ বলের ইনিংসটি এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ ব্যক্তিগত। তার ওই ইনিংসেই ৫২ রানে বাংলা মেইলকে হারিয়ে জায়গা করে নেয় কোয়ার্টারে। কাল মানবকণ্ঠের বিপক্ষে খেলেন ফের দৃষ্টিনন্দন ইনিংস।
আশরাফুল বলেন, 'আমি খুব উপভোগ করছি টুর্নামেন্টটি। আমার বিশ্বাস টুনামেন্টে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ প্রতিদিন।' মিডিয়া টুর্নামেন্টে খেললেও আশরাফুলের লক্ষ্য আবারও মাঠে ফেরা। তাই কঠোর পরিশ্রম করছেন। আগামী বছরের অক্টোবরে ঘরোয়া ক্রিকেট খেলতে পারবেন। সেখানে পারফরম্যান্স করে ফিরতে চান জাতীয় দলে। বাংলাদেশ প্রতিদিনকে আশরাফুল বলেন, 'আমি এখনো স্বপ্ন দেখি জাতীয় দলে খেলার। জাতীয় দলে খেলেই অবসরে যেতে চাই। এজন্য ৪০ বছর পর্যন্ত অপেক্ষা করতেও রাজি।'