দেশসেরা গলফার সিদ্দিকুর রহমানের দাবি, এবার ঘরের মাঠে 'বসুন্ধরা বাংলাদেশ ওপেন' যদি স্বাগতিক দেশের কোনো গলফার জিততে পারেন তবে অপরিচিত এই খেলাটির জনপ্রিয়তা তুঙ্গে চলে যাবে। এমনকি ফুটবল-হকির মতো খেলাকে টপকে ক্রিকেটের পর গলফ হয়ে যেতে পারে বাংলাদেশের দ্বিতীয় জনপ্রিয় খেলা। কিন্তু যে খেলাটি সাধারণ মানুষের সরাসরি দেখার সৌভাগ্যই হয় না, সে খেলাটি কীভাবে বিপুল জনপ্রিয়তা অর্জন করবে! তবে এবার দর্শকদের সরাসরি দেখার ব্যবস্থাও রেখেছে আয়োজকরা। তাই এবারই প্রথম সরাসরি গলফ খেলা দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের দর্শকরা। এদিকে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।
ক্রিকেট নিয়ে বাংলাদেশে যতটা মাতামাতি গলফ নিয়ে তার ছিটেফোঁটাও চোখে পড়বে না। তবে সিদ্দিকুর রহমান দুই দুইবার এশিয়ান ট্যুরের শিরোপা জয় করায় সাধারণ মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবার প্রথমবারের মতো বাংলাদেশ এশিয়ান ট্যুর আয়োজন করায় দর্শকের আগ্রহ অনেক বেড়ে গেছে।
গলফ অভিজাত খেলা হিসেবেই পরিচিত। এতো দিন সাধারণ মানুষের সরাসরি দেখার সুযোগও ছিল না। কিন্তু দরিদ্র পরিবারের সন্তান হয়েও সিদ্দিকুর রহমান দুই দুইবার এশিয়ান ট্যুরের শিরোপা জেতার পর সেই ধারণা পাল্টে গেছে। এবার সাধারণ মানুষ দেখার সুযোগও পেয়ে যাচ্ছেন বসুন্ধরা বাংলাদেশ ওপেনে। দর্শক খুব কাছ থেকে দেখতে পাবেন বিশ্বের তারকা গলফারদের খেলা। এতে তরুণের মনে নতুন করে গলফ নিয়ে আগ্রহের সৃষ্টি হবে।
বাংলাদেশের তরুণদের পছন্দের তালিকায় এক নম্বরে থাকে ক্রিকেট। অধিনায়ক সাকিব, মাশরাফি কিংবা মুশফিক হওয়ার স্বপ্ন দেখেন অনেকেই। ফুটবলের ব্যাপক জনপ্রিয়তা থাকলেও সেটা দেখা যায় চার বছর অন্তর অন্তর বিশ্বকাপের সময়। ঘরোয়া ফুটবলের মান খুব বেশি উন্নত না হওয়ায় তরুণরা যেন ফুটবলার হওয়ার কথা ভাবতেও চান না। হকি খেলোয়াড় হওয়ার আগ্রহও তেমন দেখা যায় না। তবে এক সময়ের জনপ্রিয় খেলা ফুটবল-হকির জায়গাটাই এখন নিতে পারে গলফ।