পেশাদার ফুটবল লিগে দ্বিতীয় রাউন্ডে নতুনভাবে খেলোয়াড় সংগ্রহ করা যাবে। নিজেদের অবস্থান মজবুত রাখতে শিরোপা লড়াইয়ে টিকে থাকা দলগুলো নতুন বিদেশি ফুটবলার আনতে আলোচনা করছে। তবে কে কাকে আনছে এ ব্যাপারে মুখ খুলছে না কোনো ক্লাবই। শোনা যাচ্ছে শেখ জামাল শক্তি বাড়াতে দ্বিতীয় পর্বে তাদের পুরনো ফুটবলার হাইতির সনি নর্দেকে মাঠে নামানোর চিন্তাভাবনা করছে। গত মৌসুমে তিনি শেখ জামালের হয়ে মাঠ কাঁপান। ফেডারেশন কাপ, লিগে চ্যাম্পিয়ন। আইএফ শিল্ডেও তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। সেখানেই মূলত সনিকে পছন্দ করে ফেলে কলকাতার মোহনবাগান ক্লাব। শেষ পর্যন্ত ভালো ডিমান্ডে তিনি মোহনবাগানে যোগ দেন। অবশ্য শেখ জামালের সভাপতি মনজুর কাদেরকে কথা দিয়ে যান সময় পেলেই ফিরে আসবেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করতে চলেছেন হাইতির এ ফুটবলার।
ক্লাবের কোনো কর্মকর্তা এ ব্যাপারে মুখ না খুললেও নাম প্রকাশে অনিচ্ছুক এক ফুটবলার জানান, ল্যান্ডিংয়ের জায়গায় দ্বিতীয় পর্বে সনি নর্দেকে খেলোনোর চিন্তাভাবনা চলছে। ভারতের আইলিগ প্রায় শেষের পথে। পেশাদার লিগের দ্বিতীয় পর্ব শুরু হতেও দেরি রয়েছে। এ অবস্থায় সনির যোগ দেওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। প্রথম পর্বে শীর্ষে থাকলেও দ্বিতীয় পর্বে শেখ জামালের কোচের দায়িত্বে নতুন মুখও দেখা যেতে পারে। মারুফের বদলে ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা চাচ্ছেন ভালোমানের একজন কোচ আনার। ঢাকা আবাহনীতেও দেখা যেতে পারে নতুন বিদেশিকে। মোহামেডান চাচ্ছে দলের শক্তি বৃদ্ধি করতে দ্বিতীয় পর্বে ডিফেন্স লাইনে একজন ভালোমানের বিদেশি আনবে।