ওয়ালটন মিডিয়া কাপের প্রথম সেমিফাইনালে জয় পেয়েছে চ্যানেল আই। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ সকালে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রতিদিন ৮৩ রান করে। জয়ের জন্য ৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেট হাতে রেখে জয় পায় চ্যানেল আই টিম। ৫৩ রান ও ১ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন চ্যানেল আইয়ের সোহেল রানা।
বাংলাদেশ প্রতিদিনের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন মোহাম্মদ আশরাফুল।
বিডি-প্রতিদিন/২৪ মে ২০১৫/শরীফ