স্পেনিশ লা লিগায় দেপোর্দিভো লা করুনার বিপক্ষে চলতি মৌসুমের শেষ ম্যাচটি ২-২ গোলে ড্র করে বার্সেলোনা। এর অাগের ম্যাচেই জয় পেয়ে লিগের শিরোপা নিশ্চিত করেছিল দলটি। শুধু বাকি ছিল ট্রফি ঘরে নেওয়ার। শেষ ম্যাচে ড্রয়ের মধ্য দিয়ে তাও শেষ পর্যন্ত পূরণ হলো মেসি, নেইমার, সুয়ারেজের বার্সেলোনার।
বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ১২টার দিকে শেষ হয় বার্সেলোনা ও দেপোর্দিভো লা করুনার ম্যাচটি। বার্সেলোনার পক্ষে দুটি গোলই করেন লিওনেল মেসি অন্যদিকে দেপোর্দিভার পক্ষে ১টি করে গোল করেন লুকাস ও ডিয়োগো সালোমাও। ম্যাচটি ছিল বার্সেলেনোর হয়ে জাভির শেষ ম্যাচ। যেহেতু গত ম্যাচেই শিরোপা নিশ্চিত করে দলটি তাই গতরাতের ম্যাচ শেষেই তাদের হাতে তুলে দেওয়া হয় স্পেনিশ লিগের ট্রফি।
এদিকে, লা লিগার আরেক ম্যাচে ৭-৩ গোলে গেতাফেকে হারায় রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় শনিবার রাত আড়াইটার সময় ম্যাচটি শেষ হয়। রিয়ালের পক্ষে তিনটি গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদো। একটি করে গোল করে জে হারনান্দেজ, জে রদ্রিগেজ, জেসে (৭১ মিনিট) ও মার্সিলো (৯০ মিনিট)। আর গেতাফের পক্ষে গোল করেন সার্জিও এসকুডেরো, ডিয়েগো ক্যাস্টো ও এম লাকেন।
বিডি-প্রতিদিন/২৪ মে ২০১৫/শরীফ