ওয়ালটন-বিএসজেসি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যানেল আইকে ২৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ট্রিবিউন। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ রবিবার মুখোমুখি হয় এ দুই দল। এর আগে রবিবার সকালে প্রথম সেমিফাইনালে বাংলাদেশ প্রতিদিনকে ৩ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে চ্যানেল আই। দ্বিতীয় সেমিফাইনালে দ্য রিপোর্টকে ১০ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ঢাকা ট্রিবিউন।
স্টেডিয়ামের নীল টার্ফে ছয় দিন ধরে চলছিল গণমাধ্যমগুলোর ব্যাট-বলের লড়াই। ২৪টি মিডিয়া হাউজের সাংবাদিকগণ কলম-প্যাড পকেটে রেখে বল-ব্যাট হাতে নেমেছিলেন মাঠে। দিন যত গড়িয়েছে ততই কমেছে দলের সংখ্যা। রবিবার পর্যন্ত টিকে থাকে ঢাকা ট্রিবিউন, চ্যানেল আই, বাংলাদেশ প্রতিদিন ও দ্য রিপোর্ট- এ চারটি দল। রবিবার দু'টি সেমিফাইনালে নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়ে ফাইনালে ওঠে ঢাকা ট্রিবিউন ও চ্যানেল আই। অবশেষে ট্রফি ঘরে তোলে ঢাকা ট্রিবিউন।
ফাইনালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে ঢাকা ট্রিবিউন। দলের পক্ষে আতিকুর রহমান সর্বোচ্চ ২৫ রান করেন। এ ছাড়া জাতীয় দলের খেলোয়াড় শামসুর রহমান শুভ করেন ২৪ রান। ৮৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬১ রান তুলতে সক্ষম হয় চ্যানেল আই। ফলে ২৪ রানে চ্যানেল আইকে হারিয়ে প্রথমবারের মতো আয়োজিত 'ওয়ালটন-বিএসজেসি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের' শিরোপা অর্জন করে ঢাকা ট্রিবিউন।
ব্যাট হাতে ২৫ রান ও বল হাতে ১ উইকেট নিয়ে ফাইনালের ম্যাচ সেরা নির্বাচিত হন ঢাকা ট্রিবিউনের আতিকুর। টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের হয়ে খেলা বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মঞ্জুর কাদের চৌধুরী, পৃষ্ঠপোষক গ্রুপ ওয়ালটনের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন) এস এম জাহিদ হাসান, অপারেটিভ ডিরেক্টর (ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন) উদয় হাকিম ও ডেপুটি ডিরেক্টর (পিআর অ্যান্ড মিডিয়া) মো. ফিরোজ আলম, চিত্রনায়ক ইমন, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটির সভাপতি আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীমসহ অন্যরা।
এমন একটি টুর্নামেন্ট আয়োজনে ওয়ালটন এগিয়ে আসায় তাদের ধন্যবাদ জানিয়ে বিএসজেসির সভাপতি আসিফ ইকবাল বলেন, 'আশা করছি ভবিষ্যতেও আমরা তাদের পাশে পাব। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টে অংশ নেওয়া ২৪টি মিডিয়া হাউসকে। তাদের সহযোগিতায় এই টুর্নামেন্টটি আমরা সফলভাবে সমাপ্ত করতে পেরেছি।'
ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান বলেন, 'আমাদেরকে যেদিন বলা হলো যে ক্রীড়া সাংবাদিকদের নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করা হবে, তখন তাদের বিনোদনের বিষয়টি চিন্তা করে আমরা এই টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত হই। আসলে আমরা আমাদের সীমিত সামর্থ্য দিয়ে দেশের যে কোনো খেলাধুলার পাশে থাকতে চেষ্টা করছি। এই ধারা যাতে আমরা ভবিষ্যতে অব্যাহত রাখতে পারি সেক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি। এর আগে আমি এই টুর্নামেন্টের সফল পরিসমাপ্তি কামনা করেছিলাম। আজ সত্যি সত্যিই টুর্নামেন্টের সফল সমাপ্তি হলো। চ্যাম্পিয়ন দল ঢাকা ট্রিবিউনকে অভিনন্দন এবং রানার্স আপ দল চ্যানেল আইয়ের জন্য শুভকামনা থাকল।'
প্রধান অতিথির বক্তৃতায় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বলেন, 'এখানে যারা খেলেছে তারা পেশাদার সাংবাদিক হতে পারে, কিন্তু পেশাদার খেলোয়াড় নয়। তারপরও তাদের খেলা দেখে মুগ্ধ হয়েছি। বেশ কিছু খেলোয়াড় দেখলাম শক্তিশালী শর্ট খেলেছে। ফাইনাল ম্যাচটি বেশ উপভোগ করেছি। বেশ ভালো লেগেছে। আশা করছি সামনেও এই ধরনের টুর্নামেন্টের আয়োজন হবে। সকলের জন্য শুভকামনা।'
বিডি-প্রতিদিন/২৪ মে ২০১৫/ এস আহমেদ