আইপিএলের ৮ম আসরের ফাইনালে চেন্নাই সুপার কিংসকে ২০৩ রানের টার্গেট দিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ধোনি বাহিনীর সংগ্রহ ৪ ওভার শেষে বিনা উইকেটে ২০ রান। ব্যাট হাতে ক্রিজে আছেন ডোয়াইন স্মিথ ১৫ ও মাইক হাসি ০৪।
এর আগে, কলকাতার ইডেন গার্ডেনে টস হেরে ব্যাটিংয়ে নামে রোহিত শর্মার মুম্বাই। কিন্তু শুরুটা মোটেই ভালো হয়নি শচীনের উত্তরসূরিদের। দলীয় ১ রানে ব্যক্তিগত শূন্য রানে ফিরে যান পার্থিক প্যাটেল। এরপর সেখান থেকে লিন্ডসে সিমন্সকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন রোহিত। ২৬ বলে ৫০ রান করে রোহিত যখন আউট হন তখন দলীয় স্কোর ১২০ রান। এরপরই সাজঘরে ফিরেন সিমন্স। তিনি করেন ৪৫ বলে ৬৮ রান।
শেষ দিকে কাইরন পোলার্ড ও আম্বাতি রাইডুর ঝড়ো ব্যাটিংয়ে ২০২ রান সংগ্রহ করে মুম্বাই। পোলার্ড করেন রান ও রাইডু করেন রান। চেন্নাইয়ের পক্ষে ডোয়াইন ব্রাভো দুইটি উইকেট লাভ করেন।
বিডি-প্রতিদিন/২৪ মে, ২০১৫/মাহবুব