১টি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ভারত ৭ জুন আসছে বাংলাদেশে। ক্রিকেট নিয়ে তখন দেশবাসীর উন্মাদনার শেষ থাকবে না। কিন্তু তার আগে ক্রীড়াঙ্গন কি নীরব থাকবে! না, আসর গড়ানোর আগে বরং এখন থেকেই উত্তেজনা শুরু হয়ে গেছে। বুধবার থেকে কুর্মিটোলা গলফ কোর্সে এশিয়ান ট্যুর শুরু হচ্ছে। চার দিনব্যাপী এ আসর চলবে। আজ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন হবে। বাংলাদেশে গলফের এত বড় আয়োজন কখনো হয়নি। এর আগে সার্কভুক্ত দেশে একমাত্র ভারতে গলফে এশিয়ান ট্যুরের আসর বসেছিল। বাংলাদেশে এমন আসর হবে তা ছিল অনেকের কাছে স্বপ্নের মতো। অবশেষে এ স্বপ্ন সত্যি হতে চলেছে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের কারণে। প্রতিষ্ঠানটি স্পন্সর করাতে ঢাকায় এশিয়ান ট্যুরের পর্দা উঠার অপেক্ষায় রয়েছে। যার নামকরণ করা হয়েছে বসুন্ধরা বাংলাদেশ ওপেন। আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন। এখন শুধু উৎসব শুরু হওয়ার অপেক্ষায়। গলফ বাংলাদেশের তেমন পরিচিত খেলা নয়। কিন্তু বসুন্ধরা বাংলাদেশ ওপেন ঘিরে যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে তা সত্যিই চোখে পড়ার মতো। সিদ্দিকুর রহমান দেশের বাইরে শিরোপা জেতায় গলফ ঘিরে ক্রীড়ামোদীদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়। গলফে যে সম্ভাবনা রয়েছে তা স্পষ্ট হয়ে যায়।
বাংলাদেশে গলফের যে আসরগুলো অনুষ্ঠিত হচ্ছে অধিকাংশতেই পৃষ্ঠপোষকতা করছে বসুন্ধরা গ্রুপ। গলফারদের দাবি ছিল গলফকে ভালোভাবে জাগিয়ে তুলতে হলে দেশে বড় ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্টের। সেই দাবিও পূরণ হতে চলেছে। ক্রীড়ামোদীদের মুখে উচ্চারিত হচ্ছে বসুন্ধরা বাংলাদেশ ওপেনের নাম। টুর্নামেন্ট কোর্সে গড়ানোর আগে সাড়া পড়ে গেছে। এটা কিন্তু গলফের জন্য বিশাল প্রাপ্তি। শুধু গলফ নয়, বসুন্ধরা গ্রুপের লক্ষ্য প্রতিটি খেলার উন্নয়ন। তাই তারা বিভিন্ন প্রতিযোগিতায় সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাবেক উপমহাসচিব ইশতিয়াক আহমদ কারেন বিদেশে গলফের অনেক বড় বড় টুর্নামেন্ট দেখেছেন। বিখ্যাত গলফার টাইগার উডসের খেলাও দেখেছেন স্বচক্ষে। গলফ সম্পর্কে তার অভিজ্ঞতা অনেক। তিনি বলেন, ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেনের আয়োজন দেশের গলফকে অনেক উঁচুতে নিয়ে যাবে। এ থেকে গলফের প্রতি তরুণদের আগ্রহ বাড়বে। দেশে অনেক প্রতিভাবান গলফারের সন্ধানও মিলবে।’
এশিয়ান ট্যুরে অংশ নেবে বিশ্বের ২৪টি দেশের ১১৯ জন তারকা গলফার। স্বাগতিক বাংলাদেশের থাকবেন ৩১ জন। বাংলাদেশের মূল ভরসা সিদ্দিকুরকে ঘিরে। কিন্তু বেশ ক’জন তরুণ গলফার আছেন যারা কোর্স কাঁপাতে পারেন। গলফ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ বলেছেন, প্রতিযোগিতায় বাংলাদেশের ৬-১০ জন গলফার আছেন যারা বিশ্বের যেকোনো গলফারকে হারানোর সামর্থ্য রাখেন। প্রথমবারের মতো এশিয়ান ট্যুরের আয়োজন করে নিজ দেশের কোনো গলফার যদি শিরোপা জিতে যায় এর চেয়ে বড় খুশির খবর আর কি হতে পারে। না পারলেও হারানোর কিছু নেই। বরং প্রাপ্তিই ওজনটাই বেশি হবে। বসুন্ধরা বাংলাদেশ ওপেনের আয়োজন করে দেশের গলফের নতুন দিগন্তের সূচনা হচ্ছে, এতে করে আগামীতে নতুন নতুন গলফারদের সন্ধান মিলবে। যা গলফ বিশ্বে বাংলাদেশ নিজেদের অবস্থান মজবুত করতে পারে। বিদেশি গলফাররা ঢাকায় আসতে শুরু করেছেন। যারা কুর্মিটোলা গলফ কোর্স দেখছেন তারা বলছেন, এমন সুন্দর পরিবেশে কোথাও খেলেননি। আতিথেয়তায়ও তারা মুগ্ধ। এ অবস্থায় বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রথমবার এশিয়ান ট্যুর আয়োজন করে গলফ বিশ্বে বাংলাদেশ সাড়া জাগাবে এই প্রত্যাশা ক্রীড়ামোদীদের।
শিরোনাম
- হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ
- ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ছাত্রদল
- জুরাইনে ফুটপাতে পড়েছিল দুই লাশ
- সম্পর্ক জোরদারে ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী
- তিন শর্তে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে : স্বাস্থ্য উপদেষ্টা
- থাকছে না নিবন্ধন পরীক্ষা, যে পদ্ধতিতে হবে শিক্ষক নিয়োগ
- বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম
- আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স ১৪২৪ মিলিয়ন ডলার
- সচিব হলেন আবু ইউসুফ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পদায়ন
- সাদাপাথরকাণ্ড: সিলেটের জেলা প্রশাসক ও ইউএনও বদলি
- মোদিকে ফোনে কী বললেন পুতিন?
- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন
- ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান
- ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন উমামা
- নরওয়ের তেল শোধনাগার অবরোধ গ্রেটা থুনবার্গের
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব রেহানা পারভীন
- করিডোর ইস্যুতে আর্মেনিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
- টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
- নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ
- ইউক্রেনকে ভর্ৎসনা হাঙ্গেরির
বসুন্ধরা বাংলাদেশ ওপেন
আয়োজনে সাড়া ফেলবে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর