শিরোপা রেসে নেই ওয়ালটন কেন্দ্রীয় অঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চল। তারপরও দুই দলের ম্যাচটির ভেন্যু 'হোম অব ক্রিকেট' খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম। রেসে নেই বলে মিরপুরের খেলায় তাই ছিল না কোনো আকর্ষণ। সব নজর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী জাতীয় স্টেডিয়ামে। বন্দর নগরী চট্টলায় খেলছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। দুই দলের মধ্যে থেকেই নির্ধারিত হবে বিসিএলের নতুন চ্যাম্পিয়ন। এমন সমীকরণ যখন বিসিএলের, তখন সব ফোকাস নিজের দিকে টেনে নেন মাহমুদুল্লাহ রিয়াদ। ফর্মে ফিরতে মরিয়া মাহমুদুল্লাহ কাল সেঞ্চুরি করেন। তারপরও তার দল ওয়ালটন কেন্দ্রীয় অঞ্চল ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৮ উইকেটে ২৭৮ রান যোগ করে স্কোরবোর্ডে। চট্টগ্রামে ২ উইকেটে ২৭২ রান তুলে প্রথম দিন পার করেছে শিরোপা রেসে এগিয়ে থাকা প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল।
সপ্তাহ দুই পর বাংলাদেশ-ভারত সিরিজ। তার আগে ক্রিকেটাররা যেন ছন্দে থাকেন সে জন্য জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটারই খেলছেন বিসিএলে। তবে ইনজুরির জন্য বিশ্রামে থাকায় অংশ নিচ্ছেন না টেস্ট অধিনায়ক মুশফিকুর রহমান, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এসব তারকা ক্রিকেটার অংশ না নেওয়ায় বিসিএলের চূড়ান্ত পর্বের আকর্ষণ কমেছে বেশ। তারপরও জাতীয় দলের অপরাপর ক্রিকেটারদের উপস্থিতিতে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ম্যাচ দুটিতে। মিরপুরে প্রথমে ব্যাট করে মাহমুদুল্লাহর সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৭৮ রান করে। চার নম্বরে ব্যাট করতে নেমে মাহমুদুল্লাহ খেলেন ১১৩ রানের ইনিংস। বিশ্বকাপে টানা দুই সেঞ্চুরি হাঁকানো মাহমুদুল্লাহ পাকিস্তানের বিপক্ষে নিজেকে হারিয়ে খুঁজছিলেন। তাই সমালোচকরা তার ফর্ম নিয়ে প্রশ্ন তুলেন। বিসিএলের চূড়ান্ত পর্ব শুরুর আগে জানিয়েছিলেন, ফর্মে ফেরার কথা। কথা রেখেছেন। সেঞ্চুরি করে ভারতের বিপক্ষে সিরিজে নিজের অপরিহার্যতা প্রমাণ করেন। মাহমুদুল্লাহ ছাড়াও ৮৭ রানের প্রত্যয়ী ইনিংস খেলেন মার্শাল আইয়ুব।
চট্টগ্রামে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলের পয়েন্টের ব্যবধান সামান্য। যে দল জিতবে শিরোপা জিতবে তারাই-এমন সমীকরণের ম্যাচের প্রথম দিনেই শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। কাল ব্যাট করে ইমরুল কায়েশ, শাহরিয়ার নাফিস ও মো. মিথুনের হাফসেঞ্চুরিতে ২ উইকেটে ২৭২ রান তুলে শিরোপার পথে এক পা দিয়ে ফেলেছে দক্ষিণাঞ্চল। পাকিস্তানের বিপক্ষে খুলনায় সেঞ্চুরি হাঁকানো ইমরুল খেলেন ৫৬ রানের ইনিংস। সাবেক ওপেনার শাহরিয়ার নাফিস ব্যাট করছেন ৭৯ রানে এবং মিথুন ব্যাট করছেন ৮৮ রানে। আজ ম্যাচের দ্বিতীয় দিন। এখন দেখার বিষয় কতদূর গিয়ে থামে, সেটা দেখার বিষয়।