লা লিগার শেষ দিনে হ্যাটট্রিক করে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো দলকে কেবল ৭-৩ গোলের বিশাল ব্যবধানে এক জয়ই উপহার দেননি নিশ্চিত করেছেন আরও একটা ইউরোপীয়ান গোল্ডেন বুটও। তবে সেই সঙ্গে এ পর্তুগিজ তারকা স্পর্শ করলেন লিওনেল মেসির রেকর্ডও। এক মৌসুমে লা লিগায় সর্বোচ্চ ৮টি হ্যাটট্রিক করার রেকর্ড গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবারের সদ্য সমাপ্ত মৌসুমে তিনি দিপোর্তিভো, এল্চে, অ্যাথলেটিক বিলবাও, সেল্টা ভিগো, গ্রানাডা, সেভিয়া, এসপানিয়ল এবং গেটাফের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন। ২০১১-১২ মৌসুমে লিওনেল মেসি ওসাসুনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, মায়োর্কা, মালাগা, ভ্যালেন্সিয়া, গ্রানাডা, মালাগা এবং এসপানিয়লের বিপক্ষে হ্যাটট্রিক করে এক মৌসুমে সর্বোচ্চ ৮টি হ্যাটট্রিকের রেকর্ড গড়েছিলেন। এবার সেই রেকর্ডটাই স্পর্শ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে লা লিগায় হ্যাটট্রিক সংখ্যায় রোনালদো এগিয়ে গেলেন অনেকটা। সবমিলিয়ে লা লিগায় রোনালদো হ্যাটট্রিক করেছেন ২৭টি। মেসি করেছেন ২৪টি হ্যাটট্রিক। আলফ্রেডো ডি স্টেফানো টেলমো জারার ২২ হ্যাটট্রিকের রেকর্ড মেসি এবং রোনালদো অনেক আগেই ভেঙেছেন। এবার দেখা যাক, দুজনের মধ্যে কে এগিয়ে যেতে পারে! আপাতত এগিয়ে আছেন রোনালদোই। লা লিগায় মেসি-রোনালদোর গোলের লড়াইয়ে অবশ্য এগিয়ে লিওনেল মেসি। তিনি বার্সেলোনার জার্সিতে ২৮৪ গোল করে সবার উপরে অবস্থান করছেন। ২৫১ গোল নিয়ে স্প্যানিশ কিংবদন্তি টেলমো জারা আছেন দ্বিতীয় স্থানে। ক্রিস্টিয়ানো রোনালদো ২২৫ গোল করে অবস্থান করছেন ষষ্ঠ স্থানে।