লিওনেল মেসির দুই গোল, দিপোর্তিভোর সঙ্গে বার্সেলোনার ২-২ গোলের ড্র, লা লিগায় শিরোপা জয়ের উৎসব আর ভক্তদের প্রবল উচ্ছ্বাস, তারপর কেবলই স্তব্ধতা। লুইস এনরিকের বার্সা ড্রিম টিমের সদস্যরা ছেলে-মেয়েদের কাঁধে তুলে হৈ-হুল্লোড় করছিলেন তারাও থেমে গেলেন। জাভি হার্নান্দেজ লা লিগায় বার্সেলোনার ২৩ নম্বর শিরোপাটা মাথায় তুলে বেশ কিছুক্ষণ উচ্ছ্বাস করে বিরতি দিলেন। শিরোপা ছেড়ে হাতে মাইক্রোফোন তুলতেই ন্যু ক্যাম্পে নেমে এলো পিনপতন নীরবতা। আর জাভি হার্নান্দেজ বক্তব্য শুরু করতে গিয়ে এতক্ষণ উচ্ছ্বাসের আড়ালে লুকিয়ে রাখা অশ্রু জল ছেড়ে দিলেন। দুহাতে মুখ ঢাকলেন। পুরো ন্যু ক্যাম্প ততক্ষণে দাঁড়িয়ে গেছে। যে সেনানায়ক গত ১৭টা বছর নিরলস বার্সার মাঝ মাঠকে সামলেছেন, হয়েছেন ৮টা লা লিগা জয়ের উপলক্ষ সেই জাভি হার্নান্দেজ ক্যারিয়ারের শেষ লা লিগা ম্যাচটা খেললেন ন্যু ক্যাম্পে। এই সবুজ মাঠে, প্রিয় দর্শকদের সামনে লা লিগার আর কোনো ম্যাচ প্রিয় সতীর্থদের সঙ্গে খেলা হবে না জাভির। শনিবার বার্সেলোনার শিরোপা উৎসবের মধ্যেও ভক্তরা অনুভব করছিল এক চরম বাস্তবতা- মিডফিল্ডে বার্সেলোনা তার সর্বকালের সেরা একজনকে হারাতে যাচ্ছে। এমন এক মহাতারকার জন্য স্ট্যান্ডিং ওভিশনটা তো অবশ্য কর্তব্যই!
'শুভ সন্ধ্যা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে সব সময় আমাদের পাশে থাকার জন্য। বলে বুঝাতে পারব না, বার্সেলোনার ফুটবলার হতে পেরে আমি কতটা গর্বিত।' জাভি হার্নান্দেজ কান্নাভেজা কণ্ঠে এভাবেই শুরু করলেন মাইক্রোফোন হাতে। এই গ্রীষ্মেই বার্সা ছেড়ে কাতারি ক্লাব আল সাদে যোগ দিচ্ছেন জাভি হার্নান্দেজ। তবে লা লিগার শিরোপা জিতেই থামতে চান না তিনি। বললেন, এবার কাপ আর চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাটাও জিততে চান। 'দিন পনের পরই আমাদের আবার দেখা হবে। কাপ আর চ্যাম্পিয়ন্স লিগও জয় করতে চাই আমরা। দীর্ঘজীবী হোক বার্সেলোনা। দীর্ঘজীবী হোক কাতালুনিয়া।' জাভির পরই বক্তব্য দিলেন তার দীর্ঘদিনের বন্ধু আন্দ্রেস ইনিয়েস্তা।