হোসে মরিনহো চেলসিতে দ্বিতীয়বারের মতো দায়িত্ব নিয়েই প্রিয় শিষ্য দ্রগবাকে দলে নিয়ে এসেছিলেন। তবে মৌসুমের বেশিরভাগ ম্যাচেই দ্রগবাকে শুরু করতে হয়েছে বেঞ্চ থেকে। এ কারণেই চেলসি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এ আইভরিয়ান তারকা। আরও এক মৌসুম চেলসিতে থাকার কথা থাকলেও দ্রগবা ক্লাবের ওয়েবসাইটে লিখেছেন, 'আমি আরও একটা মৌসুম খেলতে চাই। তবে এজন্য অন্য কোনো ক্লাবকে বেছে নিতে চাই।' অবশ্য চেলসি ভক্তদের কথা দিয়েছেন দ্রগবা, আবারও তিনি ফিরে আসবেন স্ট্যামফোর্ড ব্রিজে। ফুটবলার হিসেবে নয়, হয়ত অন্য কোনো দায়িত্ব নিয়ে। কে জানে, চেলসির কোচও হতে পারেন দিদিয়ের দ্রগবা!