ফ্রেঞ্চ ওপেনে সহজ জয়ে শুভ সূচনা করেছেন সুইস কিংবদন্তী রজার ফেদেরার। গতকাল তিনি প্রথম রাউন্ডে আলেসান্দ্রোকে ৬-৩, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। পুরুষ এককে এছাড়াও জিতেছেন সুইসজারল্যান্ডের স্ট্যানিসলাস ওয়াওরিঙ্কা। এদিকে ফ্রেঞ্চ ওপেনে মেয়েদের এককে জয় পেয়েছেন রুমানিয়ান তরুণী সিমোনা হ্যালেপ। টুর্নামেন্টের এ তৃতীয় বাছাই ৭-৫, ৬-৪ গেমে হারিয়েছেন রাশিয়ার রডিনাকে। এছাড়াও মেয়েদের এককে জয় পেয়েছেন একাটেরিনা মাকারোভা এবং ক্যামিলা।