বিজেএমসির স্বস্তি
টিম বিজেএমসি পুরো পয়েন্ট সংগ্রহ করেছে। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম পর্বের শেষ ম্যাচে তারা ১-০ গোলে ফেনী সকার ক্লাবকে পরাজিত করে। প্রথমার্ধে কারও জালে বল না জড়ালেও ৭৯ মিনিটে বিজনের গোলে জিতে যায় টিম বিজেএমসি। লিগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০ জুন থেকে দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা।
আফগানিস্তানের জয়
ডাচ্-বাংলা ব্যাংক এশিয়ান সিনিয়র পুরুষ মধ্যাঞ্চল ভলিবল চ্যাম্পিয়নশিপে জয় পেয়েছে আফগানিস্তান। গতকাল মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আফগানিস্তান ২৫/২২, ১৮/২৫, ১৩/২৫ ২৫/২১ ও ১৫/৩ পয়েন্টে ৩-২ সেটে উজবেকিস্তানকে পরাজিত করে। শনিবার উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ হারায় মালদ্বীপকে।
প্রেসিডেন্ট কাপ স্নুকার
জাঁকজমকভাবে ঢাকা ক্লাবের উদ্যোগে প্রেসিডেন্ট কাপ স্নুকার শুরু হয়েছে। শনিবার টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য আহমেদ আসকারী ও এ জে এম ইনামুল ইসলাম বাবুল। এ সময়ে ক্লাবের অন্যান্য সদস্য ও অংশগ্রহণকারী ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে সার্বিক পরিচালনায় দায়িত্ব রয়েছে ঢাকা ক্লাব কর্তৃপক্ষ। নকআউট পদ্ধতিতে এ টুর্নামেন্ট শেষ হবে ২৮ মে। বাংলাদেশ ছাড়াও কলকাতার ডালহাসি ক্লাবের স্নুকাররা টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। চ্যাম্পিয়ন দল ৫০ রানার্সআপ দলকে ৩০ হাজার টাকা উপহার দেওয়া হবে।