চেন্নাই সুপার কিংসকে ৪১ রানে হারিয়ে আইপিএল ৮ম আসরের শিরোপা ঘরে তুললো মুম্বাই ইন্ডিয়ানস। রবিবার রাতে কলকাতার ইডেন গার্ডেনে টস হেরে ব্যাটিংয়ে নেমে লিন্ডসে সিমন্স ৬৮ আর রোহিত শর্মার ৫০ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ২০২ রান করে মুম্বাই। চেন্নাইয়ের ডোয়াইন ব্রাভো ৩৬ রানে দুই উইকেন নেন।
২০৩ রানের লক্ষে ব্যাট করতে নেমে ওপেনার ডোয়াইন স্মিথ ৫৭ রান করলেও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬১ রানে থামে চেন্নাই সুপার কিং। মুম্বাইয়ের পক্ষে মিচেল ম্যাকক্লেঘান ৩টি ও লাসিথ মালিঙ্গা ২টি উইকেট লাভ করেন।
বিডি-প্রতিদিন/২৪ মে, ২০১৫/মাহবুব