ক্রিকেট মাঠে আবার ফিরছে ভারত–পাকিস্তান লড়াই। চলতি বছরের জুনে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই মুখোমুখি হচ্ছে ভারত–পাক। বাংলাদেশে ১৫–২৬ মার্চ হবে এমার্জিং কাপ। তবে সেই লড়াইয়ে বিরাট–সরফরাজদের লড়াই দেখা যাবে না। কারণ টুর্নামেন্টটা অনূর্ধ্ব ২৩–দের জন্য। যোগ দেবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ইউএই, হংকং ও নেপাল।
জানা গেছে, আইসিসির পূর্ণসদস্য দেশগুলো চারজন সিনিয়রকে খেলানোর সুযোগ পাবে। অ্যাসোসিয়েট দেশ হওয়ায় আফগানিস্তান, হংকং, ইউএই, নেপাল অবশ্য সিনিয়র দলই খেলাবে। বাংলাদেশে অনূর্ধ্ব–২৩ টুর্নামেন্ট যখন চলবে, ভারতের সিনিয়র দল তখন ব্যস্ত থাকবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ নিয়ে। তাই কোন চারজন সিনিয়র খেলবেন তা নিশ্চিত নয়।
টুর্নামেন্ট এর আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল। বিসিসিআই এখানে খেলার ব্যাপারে সম্মতি দিয়েছে। যেহেতু দ্বিপাক্ষিক সিরিজ নয়, তাই ভারত–পাক লড়াইয়ে আপত্তি নেই ভারতীয় বোর্ডের। ২০১৫ বিশ্বকাপে শেষবার মুখোমুখি হয়েছিল ভারত–পাক। বিরাটের শতরানে সেই ম্যাচটা জিতেছিল ধোনির ভারত।
বিডি-প্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৬