ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে জ্লাতান ইব্রাহিমোভিচের প্রথম হ্যাটট্রিকে ফরাসি ক্লাব সেইন্ট এতিয়েনকে ৩-০ গোলে হারিয়ে ইউরোপা লিগের শেষ ষোলোতে এক পা দিয়ে রাখলো ইংলিশ জায়ান্টরা।
বৃহস্পতিবার ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে ম্যানইউ। ফলে ১৫ মিনিটেই ম্যানইউকে লিড এনে দেন ইব্রাহিমোভিচ। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় হোসে মরিনহোর শিষ্যরা। ৭৫ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুন করে আবারো সতীর্থদের উদযাপনের মধ্যমনি বনে যান ৩৫ বছর বয়সী এ স্ট্রাইকার।
পুরো ম্যাচ জুড়েই ভিজিটরদের রক্ষণভাগ ব্যতিব্যস্ত করে রাখেন পগবা-ইব্রাহিমোভিচরা। নির্ধারিত সময়ের দুই মিনিট আগে পেনাল্টি থেকে হ্যাটট্রিক উল্লাসে মাতেন ইব্রা। রেফারি শেষ বাঁশি বাজানোর পর উড়ন্ত জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা।
আগামী বুধবার শেষ ৩২-এর ফিরতি পর্বের ম্যাচে সেইন্ট এতিয়েনের মাঠে নামবে ম্যানইউ। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ১১টায়।
বিডি প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম