প্রথম ম্যাচে হংকং-কে তুলোধুনো করার পর এবার ভুটানকেও উড়িয়ে দিল বাংলাদেশ। ৯-২ ব্যবধানে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়নের পথে আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ রোল বলের পুরুষ দল।
৪র্থ রোল বল বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্দান্ত বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ছিল ভুটানের বিপক্ষে। শনিবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে খেলাটি শিডিউলের আগেই অনুষ্ঠিত হয়। শিডিউল অনুযায়ী দুপুর আড়াইটার দিকে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল।
প্রথম থেকেই ম্যাচে চালকের আসনে ছিলেন আসিফরা। প্রথমার্ধে ৩-২ এ এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে নামে আসিফরা। এবার তারা ভুটানের জালে জড়ায় আরো ৬ টি গোল। আক্রমন সামলাতে ব্যস্ত থাকায় আর কোন গোলের দেখা পায়নি ভুটান। ৯-২ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।
ভুটানকে হারিয়ে দ্বিতীয় ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখলো বাংলাদেশ। প্রথম দিন হংকংকে ১৯-১ ব্যবধানে হারিয়েছিল আসিফরা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ