লিওনেল মেসি বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি সই করেননি। কবে করবেন তাও নিশ্চিত নয়। এর মাঝেই চুক্তি সই করা নিয়ে বার্সেলোনার এই ধোঁয়াশা রাখার ঘটনার জোর সমালোচনা করলেন ব্রাজিলের সাবেক ফুটবল তারকা রোনালদো
তিনি সাফ জানিয়ে দিলেন, চুক্তি নিয়ে এই ‘কালো শিল্পই’ ১৯৯৭ সালে তাকে ক্লাব ছেড়ে যেতে বাধ্য করেছিল। যদিও তার ইচ্ছা ছিল না ন্যু ক্যাম্প ছাড়ার।
সম্প্রতি এক ওয়েবসাইটে তিনি বলেছেন, ‘বার্সিলোনায় খেলার অভিজ্ঞতা দুর্দান্ত ছিল। কিন্তু আমি এমন ক্লাবে খেলতে চাইছিলাম না যেখানে আমাকে অপমান করে হয়েছে।’
কীরকম অপমান তারই ব্যাখ্যায় রোনালদো জানান, ‘সে বছর মৌসুম শেষের একমাস আগে আমি চুক্তি পুনর্নবীকরণ করার ব্যাপারে সম্মতি জানিয়েছিলাম। কিন্তু এক সপ্তাহ পরেই বার্সার আইনজীবী এবং সভাপতি জানান, আমার চুক্তি ভিত্তিহীন। তাই যে ক্লাব আমার জন্য ২৯ মিলিয়ন ইউরো দেবে, সেখানে আমাকে বেচে দেবেন।’
উল্লেখ্য ওই ঘটনার পরেই ইন্টার মিলানে চলে যান রোনালদো। এই ব্যাপারে নেইমারের সঙ্গে চুক্তির কথাও উল্লেখ করেন তিনি। রোনালদো বলেন, ‘আমরা এখনও জানি না আদৌ কী হয়েছে। একদিন এর জবাব ওদের দিতে হবে।’
বিডি-প্রতিদিন/ ২০ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত