পাকিস্তান সুপার লীগ (পিএসএল) এ টানা দ্বিতীয়বারের মতো হেরে গেছে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের দল পেশাওয়ার জালমি। পেশাওয়ারকে নয় রানে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় নিশ্চিত করে করাচি কিংস। এ পর্যন্ত পাঁচ ম্যাচ খেলেছে দলটি।
রবিবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে চার উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে করাচি কিংস।
অপরাজিত ৫১ রান করেন শোয়েব মালিক। উদ্বোধনী ব্যাটসম্যান বাবর আজম করেন ৪৬ রান। সাকিব দুই ওভারে ১৪ রান দিয়ে নেন ১ উইকেট। তিনিই ৯ ওভারে প্রতিপক্ষ দলের ৭২ রানের উদ্বোধনী জুটি ভাঙেন।
করাচি কিংসের ১৭৪ রানের জবাবে ১ বল বাকি থাকতে ১৬৫ রানে অলআউট হয়ে যায় পেশাওয়ার। ২৬ বলে ৩৪ রান সংগ্রহ করেন দলের অধিনায়ক ড্যারেন স্যামি। শহীদ আফ্রিদি দলের হয়ে হাফ সেঞ্চুরি (৫৪ রান) করেন।
পেশাওয়ার জালমি এ পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে। এর মধ্যে দুইটিতে তারা জিতেছে। একটি ম্যাচ কোনো ফলাফল ছাড়াই শেষ হয়।
বিডি প্রতিদিন/২০ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা-১৮