ইনজুরি ও ফিটনেস সমস্যা কাটিয়ে উঠে শ্রীলংকার বিপক্ষে টেস্ট দলে ফেরায় মুস্তাফিজুর রহমানকে অভিনন্দন জানিয়েছে কাটার মাস্টারের সাবেক ইংলিশ কাউন্টি ক্লাব সাসেক্স।
মঙ্গলবার দল ঘোষণার পর রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ অভিনন্দন জানায় ক্লাবটি।
এতে সাসেক্স লেখেছে, শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজে বাংলাদেশ দলে ডাক পাওয়ায় সাবেক সাসেক্স ম্যান মুস্তাফিজকে অভিনন্দন। একই সঙ্গে বাংলাদেশি সমর্থকদেরও অভিনন্দন।
মুস্তফিজ ইনজুরিতে পড়েন গত আগস্টে। তখন সাসেক্স-এর হয়ে কাউন্টি খেলতে গিয়েছিলেন তিনি। এরপর সেখানে অস্ত্রোপচার শেষে প্রায় পাঁচ মাস রিহ্যাব করার পর নিউজিল্যান্ড সিরিজে ফিরলেও টেস্টে খেলা হয়নি। তাই শ্রীলঙ্কার বিপক্ষে ডাক পাওয়ায় সাবেক তারকে অভিনন্দন জানাতে ভুলেনি ক্লাবটি।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব