অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের টিমবাসে ঢিল মারার ঘটনা ঘটেছে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে প্রথম দিনের খেলা শেষে হোটেলে ফেরার পথে এই ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে ঘটনার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নিরাপত্তাপ্রধান শন ক্যারল এক বিবৃতিতে বলেছেন, 'গত রাতে হোটেলে ফেরার সময় অস্ট্রেলিয়া দলের বাসের একটা জানালা ভেঙেছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বিষয়টা নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা কর্মকর্তারা আলোচনা করে জানতে পেরেছেন, এটা ছোট্ট একটা পাথরের আঘাত। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটা গুরুত্বের সঙ্গে নিয়েছে। চলাচলের রুটে নিরাপত্তা বাড়ানো হয়েছে। '
এদিকে এ ঘটনার পর টিম হোটেল, চলাচলের রাস্তা, স্টেডিয়াম ও স্টেডিয়ামের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। হোটেল থেকে মাঠে আসা-যাওয়ার রুটও বদলে ফেলা হয়েছে।
বিডি-প্রতিদিন/৫ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ