শিক্ষককে নিয়ে উল্টা সুর অলিম্পিক রুপা-জয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধুর গলায়! বিশ্ব ব্যাডমিন্টন সার্কিটে তাঁর উত্থানের পিছনে তার কোচ পুল্লেলা গোপীচন্দের অবদান তো কম নয়! তবু সেই শিক্ষককে নিয়েই সিন্ধুর বার্তা ‘‘আই হেট মাই টিচার, গোপীচন্দ।’’ সিন্ধুর মুখে শিক্ষক দিবসে এমন অবাক করা কথা শুনে ঘাবড়ে যাওয়া স্বাভাবিক।
কী এমন করলেন গোপীচন্দ যে, গোপীকে নিয়ে এমন মন্তব্য করতে গেলেন তাঁর অন্যতম প্রিয় ছাত্রী সিন্ধু। এই বার্তার আসল উদ্দেশ্য খোলসা করেছেন সিন্ধু নিজেই। একটি পানীয় সংস্থার বিজ্ঞাপনের ভিডিওতে বিস্তারিত জানিয়েছেন, তিনি কেন ‘ঘৃণা’ করেন গোপীকে।
সিন্ধু বলছেন, ‘‘আমি আমার শিক্ষককে ঘৃণা করি। কারণ আমার পায়ের ক্ষতের জন্য তিনিই দায়ি। উনি আমার উপর চেঁচান।’’
এরপরে তিনি বলেন, ‘‘আমি ঘেমে গেলে বা যখন আমি পড়ে যাই, আমি নিঃশ্বাস নিতে না পারি, তখন আমার শিক্ষক খুশি হন। আমার ব্যথার জন্য তিনিই দায়ী। আমি না ঘুমালে ওঁর কিছু যায় আসে না।’’
শেষে সিন্ধু বলেন, ‘‘উনি কখনও ছেড়ে দেন না আমাকে। আমি সবচেয়ে বেশি ওঁকে ঘৃণা করি, কারণ উনি আমার উপর এতটাই বিশ্বাস রাখেন যে, আমি নিজেও নিজেকে অতটা ভরসা করতে পারি না।’’ সূত্র: এবেলা।
বিডি প্রতিদিন/এ মজুমদার