ইউএস ওপেনে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন ১৫তম বাছাই আমেরিকান মেডিসন কিস। চতুর্থ বাছাই ইলিনা ভিতোলিনাকে তিনি হারিয়ে দিয়েছেন ৭-৬ (২), ১-৬, ৬-৪ গেমে। সোমবার রাতে নিউ ইয়র্কের আর্থার অ্যাশে স্টেডিয়ামে ইউক্রেনের ইলিনা ভিতোলিনা-মেডিসন কিসের মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হয়।
জেতার পর ২২ বছরের মেডিসন কিস বলেন, 'বলে বোঝাতে পারবো না কেমন লাগছে। এটা সত্যিই অসাধারণ... আমি সত্যিই নিজেকে নিয়ে গর্বিত... আমি শুধু যথাসাধ্য ভালো করার চেষ্টা করে গেছি। আমি ভাগ্যবান দর্শক ও এখানকার পরিবেশ আমার জন্য সহায়ক ছিল। এটাই আমাকে তৃতীয় সেটে সাহায্য করেছে।' সূত্র : নিউ ইয়র্ক পোস্ট
বিডি প্রতিদিন/৫ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা