চা বিরতির পর নিজের ২৫তম টেস্ট অর্ধ-শতক তুলে নিলেন ডেভিড ওয়ার্নার। প্রথম সেশনে দু'দলের পড়েছিল ৫ উইকেট। দ্বিতীয় সেশনে পড়ল মাত্র একটি। ৫ রানে প্রথম উইকেট হারানোর পর স্মিথ-ওয়ার্নার জুটিতে প্রতিরোধ গড়ে অস্ট্রেলিয়া। স্মিথ আউট হয়ে গেলেও টিকে আছেন ওয়ার্নার। ওয়ার্নারের অর্ধ-শতকে পৌঁছানোর সময় অজিদের রান ছিল ২ উইকেটে ১২৬ রান।
এর আগে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠা স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার জুটিট ভাঙেন তাইজুল ইসলাম। দ্বিতীয় উইকেটে ৯৩ রান তুলে ফেলেছিলেন এই দু'জন। অর্ধ-শতক স্টিভেন স্মিথকে আক্রমণে এসেই বোল্ড করে দেন তাইজুল।
মধ্যহ্ন বিরতির আগে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া প্রথমেই হারায় ম্যাট রেনশোকে। মোস্তাফিজুর রহমানের বলে রেনশকে দারুণ ক্যাচ বানিয়ে ফেরান মূলত অধিনায়ক মুশফিক।
দ্বিতীয় দিনের সকালের সেশনেই ৩০৫ রান করে অল আউট হয়ে যায় বাংলাদেশ। আগের দিনের ৬ উইকেটে ২৫৩ রানের সঙ্গে যোগ করতে পারে আর ৫২ রান। সর্বোচ্চ ৬৮ রান করেন মুশফিক। ১৯ রান নিয়ে দিন শুরু করা নাসির হোসেন এদিন আউট হন ৪৫ রান করে। অস্ট্রেলিয়ার ন্যাথান লায়ন ৯৪ রানে দখল করেন ৭ উইকেট।
এর আগে সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ দল।
বিডি প্রতিদিন/০৫ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত